বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে প্রায় দু সপ্তাহ আগে কিন্তু এখনও অবধি বিজেপি বনাম শিবসেনা মহাযুদ্ধ অব্যাহত৷ আড়াই আড়াই বছরে মুখ্যমন্ত্রী পদের দাবি করেছে শিবসেনা কিন্তু তা মানতে নারাজ বিজেপি আর তাতেই এখনও অবধি মহারাষ্ট্রে রাজনৈতিক ক্ষেত্রে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷ এখনও অবধি মহারাষ্ট্রে সরকার গঠন কার্যত শিকেয় উঠেছে তাই এ বার ঝামেলা কাটাতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির হস্তক্ষেপের দাবি করলও শিব সেনা৷
তাই শিবসেনার তরফে সরাসরি জানানো হয়েছে বিজেপি ও শিবসেনা দুজনেই নতুন সরকার গঠন করতে চায় কিন্তু অনড় অবস্থানে যেহেতু সরকার গঠন থমকে রয়েছে তাই এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য গড়কড়ির এগিয়ে আসার দাবি জানিয়েছে শিবসেনা৷ আর তাই ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে শিবসেনা, আরএসএস প্রধান মোহন ভাগবতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবসেনার সদস্য কিশোর তিওয়ারি৷ তাই নিতিন গডকড়ীকে নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা করানোর দাবি করলেন তাঁরা৷
অন্য দিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দুই দলের থেকে মুখ্যমন্ত্রী পদের দাবি জানিয়েছেন কিন্তু মাঝখানে এসে পড়েছেন রাজনীতির অন্য আর এক মুখ নীতিন গড়করি৷যেহেতু আগামী শনিবার মহারাষ্ট্রের বিদায়ী সরকারের মেয়াদ বাড়াচ্ছে তাই তাঁর আগেই দু ঘণ্টাতেই সমস্যা সমাধান চাইছে শিবসেনা আর তাই তো নীতিন গড়করির শরণাপন্ন হচ্ছে বাল ঠাকরের দল৷
উল্লেখ বিজেপি যদি তাদের সিদ্ধান্তে রাজি না হয় সেক্ষেত্রে এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে শিবসেনা মহারাষ্ট্রের সরকার গঠন করবে এমনটাই কার্যত হুঁশিয়ারি দিয়েছে শিবসেনা৷ এমনকি সমঝোতায় আসতে অমিত শাহের সঙ্গে বৈঠকও ছেড়েছে শিবসেনা যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি এখনও অবধি৷