IPL-র সর্বকালীন সেরা একাদশ বেছে নিলেন শোয়েব আখতার, এই ভারতীয়কে করলেন অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার ২০০৮ সালের আইপিএলের প্রথম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। সেই বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম এবং শেষবারের মতো আইপিএলে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। শোয়েবকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল যার অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী যখন দলের প্রধান কোচ ছিলেন জন বুকানন। বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। তাই আইপিএলের উত্তাপ সম্পর্কে ভালোই পরিচিত তিনি। তাই তিনি সম্প্রতি বেছে নিয়েছেন তার পছন্দের সেরা আইপিএল একাদশ।

তার একাদশে দুই ওপেনার হিসাবে তিনি বেছে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ও ভারতীয় তারকা রোহিত শর্মাকে। তারপর তিন নম্বরে শোয়েব আখতার বিরাট কোহলিকে রেখেছেন এবং তারই প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্সকে চার নম্বরে ব্যাট করার জন্য বেছে নিয়েছেন। পাঁচ নম্বর পেসার অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বেছে নিয়েছেন শোয়েব আখতার। তারই স্বদেশি কায়রন পোলার্ডকে ৬ নম্বরে রেখেছেন। ৭ নম্বর ব্যাটসম্যানের জন্য ভারতের প্রাক্তন অধিনায়ক এবং উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছেন শোয়েব আখতার। তাকে নিজের দলেরও অধিনায়ক করেছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার।

এরপর বোলিং ডিপার্টমেন্টে শোয়েব আখতার ভারতের কিংবদন্তি অফ-স্পিনার হরভজন সিং এবং আফগানিস্তানের তরুণ প্রতিভাবান তারকা লেগ-স্পিনার রশিদ খানকে নিজের একাদশে জায়গা দিয়েছেন। দুজন পেসারের জায়গায় ব্রেট লি ও লাসিথ মালিঙ্গাকে বেছে নিয়েছেন শোয়েব আখতার।

শোয়েব আখতারের সেরা একাদশ:
রোহিত শর্মা, ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ড, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রশিদ খান, হরভজন সিং, লাসিথ মালিঙ্গা এবং ব্রেট লি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর