বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে সবার উপরে নাম রয়েছে বিরাট কোহলির। দেশ ও বিদেশে বিপুল ফ্যান ফলোয়িং বিরাটের। তবে মাঠে নামলেই যে বিরাটের ব্যাটে চার ও ছয়ের ফুলছড়ি দেখা যেত, বর্তমান সময়টা তাঁর মোটেই ভালো যাচ্ছে না! টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা থেকে শুরু করে অধিনায়কত্ব হারানো এবং বর্তমানে আইপিএলে খারাপ পারফরমেন্সের জেরে একের পর এক সমালোচনার মুখোমুখি হয়ে চলেছেন কোহলি। এরই মাঝে গতকাল তাঁর খারাপ পারফরম্যান্স প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তানের ফাস্ট বোলার তথা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় শোয়েব আখতার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ থেকে ভারতের বিদায় থেকে শুরু হয়েছে বিরাটের খারাপ সময়। এরপর একে একে টি-টোয়েন্টি, ওডিআই এবং টেস্টে অধিনায়ক পদ হারানো থেকে শুরু করে বর্তমানে আইপিএলে ব্যাটিং খরা অব্যাহত রয়েছে তাঁর। আইপিএলের বর্তমান সিজনে 11 ম্যাচে মাত্র 216 রান করেছেন, যেখানে স্ট্রাইক রেট 111-র আশেপাশে এবং ইতিমধ্যে দু’বার শূন্য রানে ক্রিজ ছাড়তে হয়েছে বিরাটকে। এরই মাঝে রবি শাস্ত্রী থেকে একাধিক বিখ্যাত ভারতীয় ক্রিকেটাররা তাঁকে আইপিএল থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন আর এবার বিরাট প্রসঙ্গে মুখ খুললেন শোয়েব আখতার।
গতকাল আইপিএল ম্যাচের পূর্বে শোয়েব বলেন, “বর্তমান ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি একজন মহান ক্রিকেটার। ওর প্রমাণ করার কিছুই নেই। তবে আমার বিরাটের খেলা দেখে মনে হয়েছে যে, ম্যাচ চলাকালীন ও নিজের ওপর বেশি চাপ নিয়ে ফেলছে। ফলে চাপকে দূরে সরিয়ে নিজের খেলাকে এনজয় করতে হবে বিরাটকে। ম্যাচ চলাকালীন আপনারা দেখতে পারবেন যে, বেশি চাপ নেওয়ার জন্যই প্রতি ম্যাচে আলাদা আলাদা ভাবে আউট হতে হচ্ছে ওকে। তবে আমার মনে হয়, বিরাট একদিন ঠিক ফিরে আসবে।”
এছাড়াও তিনি বলেন, “সব খেলোয়াড়রাই একটানা ভালো খেলতে পারেনা, সবাই একটা সময় ফেল করে। বিরাটের মত প্লেয়ার এই খারাপ সময় কাটিয়ে দুর্দান্ত কামব্যাক করবেই।”