বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর দেশ বিদেশের নানা মহল থেকে শুভেচ্ছা বার্তা আসছে সৌরভ গাঙ্গুলির জন্য। প্রাপ্তন সতীর্থ থেকে শুরু করে পুরোনো বন্ধু সকলেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে। এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রাপ্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি কে। শুভেচ্ছা জানানোর সাথে সাথে এইদিন সৌরভ গাঙ্গুলির ভূয়সী প্রশংসা করেন “রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।” দাদার প্রশংসা করে আখতার বলেন ভারত যে পাকিস্তান কে হারাতে পারে সেটা সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার আগে ভাবতে পারি নি।
আর এবার সদ্য বিসিসিআই সিংহাসনে বসা সৌরভ গাঙ্গুলির সাথে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তুলনা করলেন।
শোয়েব আখতার ইমরান খানের সঙ্গে দাদার তুলনা করে বলেন সৌরভ গাঙ্গুলি এবং ইমরান খান অনেকটা এক ধরনের। দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। সৌরভ নতুন প্রতিভায় বিশ্বাস করেন দ্বিতীয়ত সৌরভ গাঙ্গুলি বেশি করে নজর দেয় নতুন প্রতিভাদের দিকে। আর এটার সাথে ইমরান খানের অনেক মিল রয়েছে। ইমরান খানও প্রতিভাবান পাকিস্তানীদের সুযোগ দিয়ে পাকিস্তান কে জিততে সাহায্য করেছে।
শোয়েব এটাও বলেন যে, সৌরভ বিসিসিআই এর প্রেসিডেন্ট হওয়ার জন্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট আরও উন্নতি করবে। এছাড়াও বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য আইসিসি-তে দাদার গুরুত্ব আরও বাড়বে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার