বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে বড় রকমের বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। শোয়েব আখতার বলেছেন, বিরাট কোহলি যদি তার সময়ে খেলতেন, তাহলে তিনি হয়তো ২০ বা ২৫ টির বেশি সেঞ্চুরি করতে পারতেন না।
এইমুহূর্তে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭০ টি শতরানের মালিক। প্রায় প্রত্যেক বড় দেশের বিরুদ্ধে কোহলির শতরান রয়েছে। একটি সাক্ষাৎকারের সময় শোয়েব আখতার বলেছিলেন, ‘বিরাট কোহলি একজন ভাল মানুষ এবং একজন বড় ক্রিকেটার এবং আপনি বড় খেলোয়াড়দের কাছ থেকে আপনি বড় কথাই আশা করবেন।’
Total Centuries in SENA Countries :-
Virat Kohli – 39
Pakistan – 34• @shoaib100mph • #ViratKohli https://t.co/2MBaBnNxfd
— (@SaurabhTripathS) April 18, 2022
শোয়েব আখতার বলেন, ‘আমি যদি বিরাট কোহলির বিরুদ্ধে খেলতাম, তাহলে সে এত রান করতে পারত না। বিরাট কোহলি যদি তার বিপক্ষে খেলতেন তবে তিনি মাত্র ২০ বা ২৫টি সেঞ্চুরি করতে পারতেন। শোয়েব আখতার আরও বলেছিলেন যে বিরাট কোহলির আপাতত একটি বিষয়েই ফোকাস করা উচিত যে কিভাবে তিনি ফর্মে ফিরতে পারেন। তিনি যদি এটি করেন তবে আবার তার ব্যাট থেকে রান আসতে পারে।
শোয়েব আখতার আরও বলেন যে বিরাট কোহলি যদি আরসিবির হয়ে রান না করেন, তবে তার ভারতীয় দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটেও কোহলির ফর্ম খুব একটা সুবিধার নয়। আমরা যদি কোহলির বর্তমান পরিসংখ্যানের কথা বলি, তাহলে বর্তমানে ৪৫৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তার ঝুলিতে ৭০ টি শতরান রয়েছে।