বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত রবিবার ভারতীয় দল বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয়ভাবে না হলেও হারের শিকার হয়েছে। এই হারের জন্য ভারতের ব্যাটিং ব্যর্থতাই দায়ী তা নিয়ে সকলেই একমত। সেই সঙ্গে ফিল্ডিংয়ে বিরাট কোহলি, রোহিত শর্মার মত অভিজ্ঞ ক্রিকেটাররা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যার ফলে দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপের শীর্ষস্থানও খোয়াতে হয়েছে ভারতীয় দলকে।
ভারতের এই হারে যতটা না ভারতীয় সমর্থকরা ব্যতীত তার চেয়েও অনেকটা বেশি আঘাত পেয়েছেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। পাকিস্তান যেহেতু জিম্বাবোয়ের কাছে অপ্রত্যাশিত ভাবে হারের সম্মুখীন হয়েছিল তাই গ্রুপে এখন বেশ খানিকটা পিছিয়ে রয়েছে তারা। ভারত যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিত তাহলে পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছানোর আশাটা কিছুটা উজ্জ্বল হত। কিন্তু তেমনটা হয়নি।
এই নিয়ে অনেক পাকিস্তানি ক্রিকেট সমর্থকই বিরাট কোহলিকে আক্রমণ করেছিলেন। অসাধারণ ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটার সেদিন ব্যাটাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ছিলেন। তার চেয়েও বড় কথা হলো যে তিনি সেদিন প্রোটিয়া তারকা এইডেন মার্করমের একটি অতি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন যার পরে ওই দক্ষিণ আফ্রিকান বেটার অর্থশতরান করে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান।
ওই ঘটনা দেখে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের সমর্থকরা। অনেকেই অভিযোগ করছেন যে বিরাট কোহলি যিনি বিশ্বের শ্রেষ্ঠ ফিল্ডারদের মধ্যে একজন, তিনি ইচ্ছা থাকলেই ওই কাজটি তালুবন্দি করতে পারতেন। শুধুমাত্র পাকিস্তানকে এগোতে দেবেন না বলেই তিনি ইচ্ছা করে ক্যাচটি ফেলেছেন। এছাড়া সেদিন একটি সহজ রান আউট মিস করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার বিরুদ্ধেও ইচ্ছা করে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তানের সমর্থকরা।
এতটা বড় অভিযোগ না করলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে হতাশ পাকিস্তানি কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ভারতীয় ব্যাটারদের ব্যাটিং দেখে তিনি অত্যন্ত হতাশ। তাদের ব্যাটিং চলাকালীন তিনি একটি পোস্ট করে বলেছিলেন, “আমি ভেবেছিলাম ভারত পাকিস্তানের জন্য খেলবে এবং পাকিস্তানকে টুর্নামেন্টে টিকিয়ে রাখবে। কিন্তু এখানে তারা যা করছেন এতে তো পাকিস্তানের আর ন্যূনতম সুযোগ টুকুও থাকবে না।” অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী সেই পোস্টের জবাবে বলেছেন আপনারা নিজেদের ম্যাচ জিতে সেমিতে ওঠার চেষ্টা করুন ভারতের ভরসায় থাকবেন না।