হার্দিক পান্ডিয়াকে আরও সফল হওয়ার পরামর্শ দিলেন পাক কিংবদন্তি শোয়েব আখতার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: খেলা থেকে অবসর নেওয়ার পর বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন যারা নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানেই বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ নিয়ে তারা নিজেদের মতামত পেশ করে থাকেন। এই ব্যাপার থেকে ব্যতিক্রম নন শোয়েব আখতারও। তারও একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন খেলোয়াড় এবং ম্যাচ নিয়ে তিনি যে নিজের বক্তব্য পেশ করে থাকেন।

এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন শোয়েব। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে মন্তব্য করেছি শিরোনামে এসেছেন তিনি। তবে এবার হার্দিক পান্ডিয়া কে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্যের কারণে শিরোনামে আসেননি প্রাক্তন পাক ফাস্ট বোলার। বরং এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় অলরাউন্ডারকে সফল হওয়ার জন্য একটি বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।

Shoaib Akhtar

চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে হার্দিক পান্ডিয়ার সময়টা খুবই ভালো যাচ্ছে। প্রথমে আইপিএলে গুজরাট টাইটানস এর অধিনায়ক হয়ে ব্যাটিংয়ে, বোলিংয়ে এবং অধিনায়কত্বে দুর্দান্ত কীর্তি রেখে তিনি নতুন ফ্র্যাঞ্চাইজিটিকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন। ভারতের হয়েও পরপর যে করেছে তিনি মাঠে নেমেছেন ব্যাট এবং বল দুটি হাতেই নজর কেড়েছেন। সদ্যসমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সিরিজ সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি।

হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স দেখে মুগ্ধ শোয়েব আখতার তাকে পরামর্শ দিয়ে বলেন, “তুমি একজন দুর্দান্ত ফিল্ডার এবং বোলার। ব্যাটিংয়েও অনেক উন্নতি ঘটেছে। ভারতের ফাস্ট বোলিং ইউনিটে তুমি একজন দুর্দান্ত বিকল্প। বাকি অনেক ক্রিকেটারের চেয়ে এই মুহূর্তে তুমি অনেক এগিয়ে। তবে আমি তোমাকে একটাই পরামর্শ দেবো সেটা হল খেলার প্রতি মনোযোগ না হারানোর। এই যে দুর্দান্ত ফর্ম তুমি তুলে এনেছো তা যত বেশিদিন ধরে রাখতে পারবে তাহলে তত তোমার পক্ষেই মঙ্গলজনক হবে সেটা।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর