টি-২০ বিশ্বকাপ নিয়ে নিউজিল্যান্ডকে হুঁশিয়ারি দিতে গিয়ে নিজেই ট্রোলের শিকার শোয়েব আখতার

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ কয়েক বছর পর ফের একবার ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানে। যা নিয়ে স্বাভাবিকভাবেই ভীষণরকম উৎসাহী ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা অবধি প্রত্যেকেই। কিন্তু গত শুক্রবার কার্যত শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড। খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে ঝুঁকি দেখা দেওয়ায় সফর বাতিল করে দেশে ফিরে যায় তারা। শুধু নিউজিল্যান্ডই নয় পাক সফর বাতিল করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশও। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান।

ইতিমধ্যেই বোর্ড প্রধান রামিজ রাজা জানিয়েছেন এবার ভারতের সঙ্গে আমাদের টার্গেটে থাকবে আরও দুই দল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডও। মাঠেই তাদের জবাব দেওয়া হবে। এনিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আকতারও। তিনি আগেই পরিষ্কার জানিয়েছেন, ২৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচেই এর জবাব দিতে হবে।

আজও একইভাবে পাকিস্তান দলকে এই ম্যাচের কথা মনে করিয়ে দেন তিনি। একটি টুইটে ম্যাচের সময় সূচির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন,”এই তারিখটি মনে রাখবেন। এই দিন আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপাব।” কার্যত এই টুইটের পরে বেশ কিছুটা ট্রোলেরও শিকারও হতে হয় শোয়েবকে। এই ম্যাচের ঠিক দু’দিন আগেই ২৪ অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। পাক তারকার এই টুইটের জবাবে অনেকেই সেই ম্যাচের কথা টেনে এনেছেন।

একজন নেটিজেন তো এও লেখেন যে, “২৬ অক্টোবর নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচটি কীভাবে দেখবেন ২৪ অক্টোবরই তো টিভি ভেঙে যাবে।” কার্যত ভারতের বিরুদ্ধে হারার পর পাকিস্তান সমর্থকদের টিভি ভাঙার ঘটনা সামনে এসেছে বারবার। সে কথা তুলে ধরেই এদিন কটাক্ষ করেন ওই ব্যক্তি। একথা ঠিক যে টি-টোয়েন্টি হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। বাবর আজম আগেই জানিয়েছেন এবার রেকর্ড বদলাতে মরিয়া তারা। এখন সেই ম্যাচের জন্য অপেক্ষা করবে ভারতীয় সমর্থকরাও।

 


Abhirup Das

সম্পর্কিত খবর