বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সিরিজের শেষ ম্যাচে হেরে গিয়েছে আফগানিস্তান। গতকাল রাতে বেশ দাপট দেখিয়েই প্রতিবেশী দেশকে ৬৬ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। কিন্তু সিরিজের প্রথম দুটি ম্যাচ আগেই জিতে নেওয়ার কারণে পাকিস্তানকে ২-১ ফলে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে রশিদ খানের (Rashid Khan) দল। এই প্রথম আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ক্রমতালিকার প্রথম ছয়ে থাকা কোনও দলের বিরুদ্ধে সিরিজ জিতেছে আফগানরা।
পাকিস্তানের ক্রিকেটে প্রেমীরা খাতায়-কলমে অপেক্ষাকৃত অনেক দুর্বল দলের বিরুদ্ধে এইভাবে সিরিজ হেরে কিছুটা দুঃখ পেয়েছেন। তবে এই ঘটনা প্রমাণ করে যে আফগানিস্তানের ক্রিকেট কত দ্রুত উন্নতি করছে। আর এই জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। তিনি আফগানিস্তানের এই জয়ের কারণে অত্যন্ত খুশি হয়েছেন বলেও জানিয়েছেন।
এরপর নিজের ইউটিউব চ্যানেলে একটি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, “আমি অত্যন্ত খুশি, এভাবেই যদি পাঠান এবং বাঙালিরা তাদের শক্তিকে সঠিক দিশা দেখাতে পারে তাহলে তারা বিশ্বের সেরা সভ্যতাগুলোর মধ্যে একটিতে পরিণত হবে। কারণ দুই জাতের মধ্যেই একটি চরমপন্থী ভাবনা রয়েছে এবং সেই ভাবনাকে যদি সঠিক দিশা দেখানো যায় তাহলে তা আপনাকে বিশ্বসেরা করে তুলতে পারে। পাঠান ভাইদের এই কীর্তিতে আমি সত্যিই খুব খুশি।”
এখানে অবশ্য বাঙালি বলতে তিনি বাংলাদেশের মানুষদের কথা বুঝেছেন। তার এই ভিডিও ক্লিপিংটি প্রকাশ্যে আসামাত্রই ভাইরাল হয়েছে। আফগানিস্তান এবং বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমী তাকে এই বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পাকিস্তানের অনেক ক্রিকেটপ্রেমী আশ্চর্য হয়েছেন এই দেখে যে কিভাবে নিজের দেশের হারে একজন প্রাক্তন ক্রিকেট তারকা খুশি হতে পারেন।
এরপর শোয়েব আখতার আফগানিস্তানের স্পিনারদের ও দরাজ গলায় প্রশংসা করেছেন এবং তাদের প্রত্যেকের রহস্য স্পিনার আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আসন্ন বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে তাই আফগানিস্তানের স্পিনাররা তাদের একটি বড় শক্তি হয়ে দাঁড়াবে এবং আফগানিস্তানকে টুর্নামেন্টের সেরা দলগুলোর মধ্যে একটিতে পরিণত করবে।