কোহলিদের একমাত্র ভরসা টস! পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের চাপ আরও বাড়ালেন শোয়েব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ শ্রীলঙ্কার ক্যান্ডিতে একে অপরের মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। দীর্ঘ চার বছর পর ওডিআই ফরম্যাটে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার বা ছোট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে সেই কথা ভেবে প্রস্তুতিতে কোন খামতি রাখেনি দুই পক্ষই। কিন্তু ভারত এশিয়া কাপের (2023 Asia Cup) ম্যাচটি নিয়ে কিছুটা চাপেই থাকবে।

টসের গুরুত্ব:
আজকের ভারত পাকিস্তান ম্যাচে টসের গুরুত্ব যে অপরিসীম, সেই কথাটা মনে করিয়ে দিতে ভোলেননি প্রাক্তন পাক পেসার। তিনি বলেছেন, “যদি আজকে পাকিস্তান টসে জিতে যায় তাহলে তারা নিশ্চিতভাবে ম্যাচ জিতে নেবে। তবে ভারত টস জিতলে পাকিস্তানও বিপত্তিতে পড়বে। ক্যান্ডির উইকেটে রাতের ফ্লাডলাইটে বল যে ঠিকঠাক ব্যাটে আসছে না সেটা প্রমাণ হয়ে গিয়েছে।” খুব সম্ভবত তিনি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের ছোট টার্গেট তারা করতে গিয়েও শ্রীলঙ্কার অসুবিধা হওয়ার ব্যাপারটি মাথায় রেখে এই মন্তব্য করেছেন।

babar rohit india pakistan

পরিসংখ্যান কি বলছে?
বৃষ্টির ভ্রুকুটি থাকলেও সমর্থকরা আশা করছেন যে শেষপর্যন্ত কিছু ওভার কম করে হলেও এই ম্যাচ দেখার সুযোগ তারা পাবেন। আর সেই ম্যাচে যদি পরিসংখ্যানের ধারা অব্যাহত থাকে তাহলে ভারত যে কিছুটা এগিয়ে তা নিয়ে কোনও সন্দেহ নেই। দুই দলের মধ্যে শেষ ১০ ওডিআই সাক্ষাতে ভারত জয় পেয়েছে ৭ বার। তবে পাকিস্তান যে তিনবার জয় পেয়েছে তার মধ্যে একটি ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত নিলো BCCI, পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের ওপেনিং পার্টনার হচ্ছেন না এই তারকা

সাম্প্রতিক ফর্ম কি বলছে?
সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে যদি দেখা হয় তাহলে ভারত একেবারেই ভালো সঙ্গে নেই ওডিআই ফরম্যাটে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের অতি কষ্ট করে ওডিআই সিরিজ জিততে হয়েছে এমন একটি প্রতিপক্ষের বিরুদ্ধে যারা বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি। এছাড়া দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে হারতে হয়েছিল তাদের। অপরদিকে পাকিস্তান চলতে টুর্নামেন্টে প্রথম ম্যাচে দুর্বল নেপালকে যেভাবে চূর্ণ-বিচূর্ণ করেছে তা দেখে অতি বড় ভারতীয় দলের ভক্ত পাকিস্তানকে আর হালকা হবে নিতে পারবে না।

আরও পড়ুন: বৃষ্টির জন্য ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে বড় সমস্যায় পড়বেন কোহলিরা! আনন্দে মাতবে নেপাল

শোয়েব আখতারের বক্তব্য:
প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পারফরম‍্যান্স নিয়ে কথা বলতে গিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন যদি ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে বা অন্য কোন প্রতিপক্ষের বিরুদ্ধে হারে তার কারণটা এই নয় যে তাদের দলে প্রতিভার অভাব রয়েছে। ভারতের মিডিয়া ভারতীয় ক্রিকেটারদের উপর এত চাপ তৈরি করে যে বড় মঞ্চে সেই চাপের কাছে ভেঙে পড়ে ভারতীয় দল। সেই ফর্মুলাতেই এবার পাকিস্তানের কাছে ভালো সুযোগ রয়েছে ম্যাচ জেতার এমনটা মনে করছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর