বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় দিনে এশিয়া কাপের (2023 Asia Cup) মঞ্চে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হবে। চার বছর পর ওডিআই ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ফলে এই ম্যাচ নিয়ে দুই পক্ষের সমর্থকদের প্রত্যাশাই রয়েছে অনেকটা বেশি। পরিসংখ্যানে দিক দিয়ে এগিয়ে রয়েছে ভারত। সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে পাকিস্তান ফেভারিট। কাউকেই ছোট করে দেখা যাচ্ছে না এই মহারণের আগে।
পরিসংখ্যান কি বলছে?
বৃষ্টির ভ্রুকুটি থাকলেও সমর্থকরা আশা করছেন যে শেষপর্যন্ত কিছু ওভার কম করে হলেও এই ম্যাচ দেখার সুযোগ তারা পাবেন। আর সেই ম্যাচে যদি পরিসংখ্যানের ধারা অব্যাহত থাকে তাহলে ভারত যে কিছুটা এগিয়ে তা নিয়ে কোনও সন্দেহ নেই। দুই দলের মধ্যে শেষ ১০ ওডিআই সাক্ষাতে ভারত জয় পেয়েছে ৭ বার। তবে পাকিস্তান যে তিনবার জয় পেয়েছে তার মধ্যে একটি ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল।
সাম্প্রতিক ফর্ম কি বলছে?
সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে যদি দেখা হয় তাহলে ভারত একেবারেই ভালো সঙ্গে নেই ওডিআই ফরম্যাটে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের অতি কষ্ট করে ওডিআই সিরিজ জিততে হয়েছে এমন একটি প্রতিপক্ষের বিরুদ্ধে যারা বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি। এছাড়া দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে হারতে হয়েছিল তাদের। অপরদিকে পাকিস্তান চলতে টুর্নামেন্টে প্রথম ম্যাচে দুর্বল নেপালকে যেভাবে চূর্ণ-বিচূর্ণ করেছে তা দেখে অতি বড় ভারতীয় দলের ভক্ত পাকিস্তানকে আর হালকা হবে নিতে পারবে না।
শোয়েব আখতারের বক্তব্য:
প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন যদি ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে বা অন্য কোন প্রতিপক্ষের বিরুদ্ধে হারে তার কারণটা এই নয় যে তাদের দলে প্রতিভার অভাব রয়েছে। ভারতের মিডিয়া ভারতীয় ক্রিকেটারদের উপর এত চাপ তৈরি করে যে বড় মঞ্চে সেই চাপের কাছে ভেঙে পড়ে ভারতীয় দল। সেই ফর্মুলাতেই এবার পাকিস্তানের কাছে ভালো সুযোগ রয়েছে ম্যাচ জেতার এমনটা মনে করছেন তিনি।
আরও পড়ুন: বৃষ্টির জন্য ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে বড় সমস্যায় পড়বেন কোহলিরা! আনন্দে মাতবে নেপাল
হারলে কি হবে?
পাকিস্তান এই ম্যাচ হারলে তাদের ওপর খুব বেশি চাপ তৈরি হবে এমন নয়। নেপালের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পেয়েছিল তারা। ফলে ভারতীয় দল নেপালকে হারালেই তারা পরবর্তীতে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে ফেলবে। নেপাল যদি অঘটন ঘটিয়ে জিতেও যায় তাহলেও পাকিস্তানের রান রেট অত্যন্ত ভালো জায়গায় রয়েছে যা তাদের বাড়তি সুবিধা দেবে। ভারতের ক্ষেত্রে এই ম্যাচটি হারলে নেপাল ম্যাচ তাদের কাছে ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে। সেখানে কোন রকম অঘটন ঘটলে লজ্জনকভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে রোহিত শর্মাদের।