মোদীর রাজ্যে ভারতকে ফাইনালে হারিয়ে বদলা নেবে পাকিস্তান! দাবি প্রাক্তন পাক পেসারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। যদিও সেই বিশ্বকাপে পাকিস্তান খেলতে আসবে কিনা সেই নিয়ে একটা আশঙ্কা রয়েছে সকলেরই মনে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা এই বছর আয়োজিত হতে চলা এশিয়া কাপে (Asia Cup 2023) অংশ নিতে পাকিস্তানের মাটিতে যাবে না। পিসিবি যদি অন্য কোন ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করে তবেই ভারত সেই টুর্নামেন্টে অংশ নেবে। এই দাবির পাল্টা দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়ে দিয়েছে যে তারাও পাকিস্তান দলকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পাঠাবে না যদি না ভারত পাকিস্তানের এশিয়া কাপ খেলতে চায়।

সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানি ক্রিকেট সমর্থক এবং প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা এই দাবির সঙ্গে একমত হয়েছেন। যদিও প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) চান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলুক পাকিস্তান। তিনি মনে করেন যে ২০১১ সালের বিশ্বকাপের বদলা নেওয়া যাবে ভারতের মাটিতেই। তিনি সম্প্রতি যে মন্তব্য করেছেন তার থেকে এমনটাই বোঝা যায়।

তিনি বলেছেন, “আমি চাই পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলুক এবং ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হোক। মুম্বাইয়ে হোক বা আহমেদাবাদে, পাকিস্তান ভারতকে হারাবে। এভাবেই ২০১১ সালের সেমিফাইনালে ভারতের কাছে হারের বদলা নেবে পাকিস্তান।” আজ পর্যন্ত ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের মুখ দেখেনি ভারত। তাই ভারতীয় সমর্থকরা তার এই কথা শুনে তাকে ব্যঙ্গ করতে ছাড়েনি।

Shoaib Akhtar 170581f9f93 large

সূত্র মারফত পাওয়া খবর থেকে আশঙ্কা করা হচ্ছে যে ১০ দলের এই টুর্নামেন্টটি আরম্ভ হবে অক্টোবরের ৫ তারিখে। মোট ৪৬ দিন ধরে চলবে এই মহাযজ্ঞ। অর্থাৎ কলকাতায় একইসঙ্গে মানুষ দুর্গাপুজো এবং বিশ্বকাপের উত্তাপ অনুভব করতে পারবেন। আশঙ্কা করা হচ্ছে টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হতে চলেছে নভেম্বর মাসের ১৯ তারিখে। অর্থাৎ পঞ্জিকা বলছে ছট পুজোর দিন আয়োজিত হবে এই বিশ্বকাপের ফাইনাল।

এখনো কোনো কিছুই চূড়ান্ত না হলেও খবর পাওয়া যাচ্ছে যে আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। এক লাখেরও বেশি দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি ওই হাইভোল্টেজ টুর্নামেন্টের ফাইনালটি আয়োজন করার যোগ্য পরিবেশ বলে মনে করছে বিসিসিআই।


Reetabrata Deb

সম্পর্কিত খবর