শাহরুখকে দিয়ে পাকিস্তানকে নিয়ে মজা করানো হল! ICC-কে আক্রমণ শোয়েব আখতার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষা আর মাত্র দু মাসের। তারপর এই ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) খেতাব দখলের লড়াই। ১২ বছর পর ভারতের মাটিতে এই হাইভোল্টেজ ইভেন্টটি আয়োজিত হতে চলেছে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতের স্টেডিয়ামগুলিতে নিজের প্রিয় দেশ এবং ক্রিকেটারদের ক্রীড়ানৈপুণ্য দেখার জন্য। তার আগে এই বিশ্বকাপের একটি প্রোমো প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, আইসিসি (ICC)।

এই বিশ্বকাপের প্রোমোটি জুড়ে রয়েছে শাহরুখ খানের কন্ঠ। আর ভিডিওটির একদম শেষ অংশে ওডিআই বিশ্বকাপের সাথে দেখা গিয়েছে কিং খান-কে। এই ভিডিওতে কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন, জন্টি রোডস, ইয়ন মরগ্যানদের পাশাপাশি ভারতের দীনেশ কার্তিককে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া কোহলি, ধোনি, পন্টিংদের মতো তারকাদের বিশ্বকাপের সঙ্গে যুক্ত একাধিক বিশেষ মুহূতর্ও তুলে ধরা হয়েছে প্রোমোতে।

কিন্তু এই ভিডিও দেখে সন্তুষ্ট নয় পাকিস্তান সমর্থক এবং পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তান সমর্থকদের অনেকেই অভিযোগ তুলেছেন যে পাকিস্তান ক্রিকেটকে কেন্দ্র করে ঘটা ঘটনাগুলি বিশ্বকাপের এই ভিডিওতে বিশেষ জায়গা পায়নি। শাহীন আফ্রিদির একটি হাসিমুখ ছাড়া পাকিস্তান ক্রিকেটকে কেন্দ্র করে ইতিবাচক কিছুই দেখানো হয়নি এই ভিডিওতে বলে অনেকে অভিযোগ করেছেন।

শোয়েব আখতার আরও এককাঠি এগিয়ে গিয়ে অভিযোগ তুলেছেন আইসিসির ওপর। তিনি বলেছেন, “যিনি ভেবেছেন পাকিস্তান এবং বাবর আজমের গুরুত্বপূর্ণ উপস্থিতি ছাড়া বিশ্বকাপের প্রোমো ভিডিওটি সম্পূর্ণ হবে, তিনি নিজেকেই হাস্যস্পদ করেছেন। একটু পরিণত হও বন্ধুরা।” আইসিসির প্রতি তার এই সরাসরি মন্তব্য সহজ ভাবে নিচ্ছেন না অনেকেই।

প্রসঙ্গত পাকিস্তান ক্রিকেট দল আসন্ন ওডিআই বিশ্বকাপে ১৫ ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে।। সেই ম্যাচটিকে কেন্দ্র করে দুই দেশের বিভিন্ন মহলে উত্তেজনার আঁচ চড়তে শুরু করে দিয়েছে। ওই বিশেষ ম্যাচটির দিকে নজর থাকবে গোটা ক্রিকেট বিশ্বের।

 

সম্পর্কিত খবর

X