বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার গোটা বিশ্বের কাছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত। সম্প্রতি এই আগ্রাসী পেসার বিশ্ব ক্রিকেটের অনেক মহান ক্রিকেটারকে নিয়ে বেছে নিয়েছেন তার সর্বকালের প্রথম একাদশ। শোয়েব আখতার মূলত তার নিজের সময়ের সেরা ক্রিকেটারদের নিয়েই দলটি বানিয়েছেন। প্রাক্তন পাক পেসার তার সর্বকালের সেরা একাদশে ৪ জন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিয়েছেন।
শোয়েব আখতার তার প্রথম একাদশে সচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং এবং কপিল দেব-কে নিয়েছেন। শোয়েব আখতার তার পুরনো প্রতিদ্বন্দ্বী সচীন টেন্ডুলকারকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছেন। তার ওপেনিং পার্টনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজকে বেছে নিয়েছেন শোয়েব আখতার। শোয়েব আখতার তার পুরানো সতীর্থ ইনজামাম উল হককে তিন নম্বরে এবং সাইদ আনোয়ারকে চার নম্বরে ব্যাট করার জন্য বেছে নিয়েছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে তার একাদশে অলরাউন্ডারের ভূমিকার জন্য বেছে নিয়েছেন। পরপর পাঁচ এবং ছয় নম্বরে নামবেন ধোনি ও যুবরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসাবে জায়গা দেওয়া হয়েছে কপিল দেবকে। ওয়াসিম আকরাম, কপিল দেব এবং ওয়াকার ইউনিস হলেন তার দলের তিন পেসার। অজি কিংবদন্তি শেন ওয়ার্নকে একমাত্র স্পিন বোলার এবং অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছেন শোয়েব।
তার তৈরি এই শ্রেষ্ঠ একাদশ অনেকটা এইরকম:
সচীন টেন্ডুলকার, গর্ডন গ্রিনিজ, ইনজামাম-উল-হক, সাইদ আনোয়ার, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, যুবরাজ সিং, শেন ওয়ার্ন (অধিনায়ক), ওয়াসিম আকরাম, কপিল দেব, ওয়াকার ইউনিস।