বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইসলাম ধর্মগুরু হজরত মহম্মদকে নিয়ে অপমানজনক বিবৃতি দিয়েছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। যার পরে চাপের কারণে বিজেপির তরফ থেকে তাকে বহিস্কার করা হয়েছিল। ভারত সরকারের এই সিদ্ধান্তের এবার প্রশংসা করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি এটাও আশা করছেন যে ভবিষ্যতে আবার এমন ঘটনা যাতে না ঘটে সেই দিকেও যেন ভারত সরকার দৃষ্টি রাখে।
ওই বক্তব্য রাখার পর যখন নূপুরকে বহিস্কার করা হয় তখন তিনি নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে রাগের মাথায় সাময়িক ভাবে মেজাজ হারিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। যদিও তাতে তিনি রেহাই পাচ্ছেন না। কারণ সোশ্যাল মিডিয়ায় এখনও নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ উগরে চলেছেন।
শোয়েব আখতার এই বিষয়ে টুইট করে বলেছেন, “নবী মহম্মদের সম্মানই আমাদের মতো মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বাঁচি, মরি, যা কিছুই করি না কেন সেই সব কাজই শুধুমাত্র তার ইচ্ছায়। আমি তার প্রতি করা এমন বক্তব্যের তীব্র নিন্দা করি। ভারত সরকার যে ওই মানুষটির লজ্জাজনক কাজের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সেটা দেখে ভালো লাগছে।”
কিছুদিন আগে একটি টিভি শো-তে লাইভ বিতর্কে ওই বিতর্কিত মন্তব্য করেছেন নূপুর শর্মা। তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুসলিম সংগঠন গুলি তীব্র ভাবে তাকে আক্রমণ করে। অনেক মুসলিম প্রধান দেশ থেকে ভারত সরকারের সাথে কথা বলে এবং তাদের অসন্তোষ জানায়। কাতার নামক দেশটি আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ভারতীয়দের টিকিট দেওয়াও স্থগিত রেখেছে।