৩ বার বিয়ে করেও “ফুল মুডে” শোয়েব! এবার অন্য অভিনেত্রীকে পাঠাচ্ছেন প্রেমের মেসেজ

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে বিতর্কের গভীর সম্পর্ক রয়েছে। বছরের শুরুতেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে লাইমলাইটে আসেন তিনি। এমতাবস্থায়, তৃতীয় বিয়ের প্রসঙ্গে তাঁকে প্রচুর ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে। তবে, এবার ফের একবার শোয়েব তাঁর ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন।

মূলত, শোয়েব মালিকের বিরুদ্ধে পাকিস্তানি অভিনেত্রী নাওয়াল সাঈদকে “ফ্লার্ট মেসেজ” পাঠানোর অভিযোগ রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এমতাবস্থায়, চলুন জেনে নিই কে এই অভিনেত্রী নাওয়াল সাঈদ যাঁর প্রেমে পড়েছেন এই ক্রিকেটার!

 

View this post on Instagram

 

A post shared by Nawal Saeed (@inawalsaeed)

নাওয়াল সাঈদ পাকিস্তানের একজন বিখ্যাত অভিনেত্রী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নাওয়াল সাঈদ হলেন পাকিস্তানের একজন বিখ্যাত অভিনেত্রী। তিনি একাধিক টিভি শোতে কাজ করেছেন। পাশাপাশি, নাওয়াল সাঈদ ২০১৭ সাল থেকে তাঁর কর্মজীবন শুরু করেন। নাওয়ালের প্রথম শো ছিল “ইয়াকিন কা সফর”। সেখানে তাঁর চরিত্রটি ছোট থাকলেও তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও, এই অভিনেত্রী “দাগ ই দিল”, “মাহ ই তামাম”, “ফরিয়াদ” এবং “সিতম” সহ একাধিক শোতে কাজ করেছেন। বর্তমানে এই অভিনেত্রীকে “জান-ই-জাহান”-এ একজন বিধবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ১ মাসে মিলবে না দুইয়ের বেশি সিলিন্ডার, স্পষ্ট জানাল পেট্রোলিয়াম কোম্পানিগুলি

অভিনেত্রীকে ফ্লার্ট মেসেজ পাঠাচ্ছেন শোয়েব: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী নাওয়াল সাঈদ সম্প্রতি পাকিস্তানের একটি শোতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। সেখানে অনুষ্ঠানের উপস্থাপিকা নাদিয়া খান তাঁকে প্রশ্ন করেছিলেন যে, তিনি কি অভিনেতাদের পাঠানো ফ্লার্ট মেসেজ পান? এর প্রতিক্রিয়ায়, অভিনেত্রী বলেছিলেন, তিনি যে বার্তাগুলি পান তার বেশিরভাগই ক্রিকেটারদের কাছ থেকে। যেটা ঠিক নয়।

আরও পড়ুন: বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল নম্বর! সতর্কতা জারি করল সরকার, না মানলেই পড়বেন বড় বিপদে

ট্রোলিংয়ের সম্মুখীন শোয়েব: পাশাপাশি, এই পাকিস্তানি অভিনেত্রী সেখানেই থেমে না থেকে আরও বলেন যে ক্রিকেটাররা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করেন। তাই, তাঁদের যথাযথ আচরণ করা উচিত। এদিকে, ওই অনুষ্ঠানের উপস্থাপিকা নাদিয়া খান শোয়েব মালিকের নাম নিলে নাভাল সাঈদ এই বিষয়ে কিছু না বললেও হাসতে থাকেন। এরপর তিনি প্রশ্নটি এড়িয়ে যান। এমতাবস্থায়, এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলের মুখে পড়েছেন শোয়েব মালিক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর