ভোট এলেই খোঁজ পড়ে ভালো বোমা কারিগরদের! দৈনিক আয় ৮ হাজার টাকা, প্রকাশ্যে ভয়ানক তথ্য

বাংলা হান্ট ডেস্ক : ভোট (Election) এলেই দাম বেড়ে যায় বোমা কারিগরদের (Bomb Maker)। দিকে দিকে খোঁজ পড়ে যায় ভালো বোমা কারিগর কে আছে? কারণ ভোট মিটলেই দরকার পড়ে এসব জিনিসের। দিকে দিকে খুন রাহাজানির খবরে আতঙ্কের পারদ বাড়ে রাজ্যে (West Bengal)। যদিও প্রায়শই এইসব বোমা বিষ্ফোরণ (Bomb Blast) কারখানায় বিষ্ফোরণ ঘটে থাকে। তবুও তাতেও কিছু বদল আসেনি।

মুর্শিদাবাদ (Murshidabad), বেলডাঙা (Beldanga) পুরসভা এলাকা হোক বা গ্রামীণ এলাকা, বোমার অস্তিত্ব আগেও ছিল, এখনও রয়েছে। পূর্বে একবার এই এলাকায় বাড়ির ছাদে বোমা শুকোতে দেওয়ার পর বাড়ির শিশুরা বল ভেবে খেলতে গেলে তা ফেটে যায়। দুর্ঘটনায় হাত খুইয়ে বসে সেই শিশুরা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেও বোমা বানাতে গিয়ে প্রাণ হারায় বেলডাঙার দুই ব্যক্তি।

এতকিছুর পরেও থেমে থাকেন বোমা তৈরির কারবার। দুষ্কৃতিরা দৈনিক ৫০০০-৮০০০ টাকার টোপ দিয়ে গরিব মানুষদের দিয়ে এইসব কাজ করায়। টাকার গন্ধে তারাও করতে রাজি হয়ে যায়। এমন পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে বোমাতঙ্কে কেঁপে কেঁপে উঠছে বেলডাঙার মানুষজন। কারণ পাড়ায় পাড়ায় ভোট না থাকলেও দাদাদের রেষারেষি তো জারি রয়েছে। আর তাতেই কোনও বড় বিপদের আশঙ্কায় ত্রস্ত হয়ে রয়েছে এলাকাবাসী।

আরও পড়ুন : ‘…তোদের চিতা আমি তুলবই’, সাংসদ পদ খুইয়ে হুঙ্কার মহুয়ার, নিশানায় বিজেপি

প্রায় প্রতিদিনই নিয়ম করে বোমা উদ্ধার করছে পুলিশ। কখনও ডাস্টবিন থেকে তো কখনও রাস্তার ধারে প্লাস্টিকের মধ্যে, যেখানে সেখানে বোমা ফেলে রেখে যাচ্ছে দুস্কৃতিরা। স্থানীয়দের কথায়, তারা কেউ কিছুই বুঝতে পারছেন না, কে বা কারা এই কাজ করছে। আচমকাই পুলিশ এসে খানাতল্লাশি করে বোমা উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর মিলেছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।

আরও পড়ুন : ব্যান্ডেল কাটোয়া শাখায় লাইনচ্যুত মালগাড়ি, ২ ঘন্টার উপর বন্ধ ট্রেন চলাচল, বিপাকে যাত্রীরা

1633462640 1618082525 peto

এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘পুলিশ তার নিজের সোর্সের উপর গুরুত্ব দেয়। সেই সোর্সকে কখনও ডিসক্লোস করে না। সময় সুযোগ বুঝে অপরাধীকে চিহ্নিত করে ও তাকে গ্রেফতার করে।’ উল্লেখ্য, গতবার রেজিনগরের গোপালপুর, নাজিরপুর ও বেলডাঙার মির্জাপুর থেকে একাধিক বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। অপরাধীদের গ্রেফতার করার পর তাদের থেকে উদ্ধার হয় একাধিক পাইপগান।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর