চালানো যাবে না হলে, ৪৯ বছর পর ভাইরাল ‘শোলে’র বাদ পড়া দৃশ্য! কী এমন ছিল?

বাংলাহান্ট ডেস্ক : হিন্দি চলচ্চিত্র জগৎ বহু ছবি উপহার দিয়েছে যা ‘কাল্ট’ তকমা পেয়েছে পরবর্তীতে। আর এই তালিকায় যে নামটি অবধারিত ভাবে আসবে সেটা হল ‘শোলে’ (Sholay)। রমেশ সিপ্পি পরিচালিত চোখ ধাঁধানো স্টারকাস্ট নিয়ে তৈরি ছবিটি কিন্তু মুক্তির পরে মোটেই চলেনি। কিন্তু অচিরেই বক্স অফিসের হিসেব বদলাতে শুরু করে আর শোলে (Sholay) হয়ে ওঠে ‘ক্লাসিক’।

আজো চর্চা হয় শোলে (Sholay) নিয়ে

১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল শোলে (Sholay)। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, আমজাদ খান, জয়া ভাদুড়ী, হেমা মালিনী অভিনয় করেছিলেন এই ছবিতে। দুর্দান্ত সংলাপ, সুপারহিট গান আর দুর্ধর্ষ অ্যাকশনে সম্পূর্ণ প্যাকেজ ছিল শোলে (Sholay)। ‘গব্বর’ আমজাদ খানের মুখে ‘কিতনে আদমি থে’ আজো সুপার ডুপার হিট।

Sholay cut scene viral in social media

বাদ পড়েছে ছবির দৃশ্য: রিপোর্ট বলে, শোলে (Sholay) সবথেকে বেশি বার দেখা ভারতীয় ছবি। কিন্তু এখনো পর্যন্ত এই ছবির ‘আনকাট ভার্সন’ কোথাও মুক্তি পায়নি। আসলে সেন্সরের কাঁচি তো সে যুগেও ছিল। শোলেরও বেশ কিছু দৃশ্য বাদ পড়েছে সেন্সর বোর্ডের বদান্যতায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনি একটি বাদ পড়া দৃশ্য ভাইরাল হয়েছে। কী রয়েছে সেই দৃশ্যে?

আরো পড়ুন: কয়েক মাসেই ভাঙে সংসার, দ্বিতীয় বিয়ে তারাপীঠে, অরিজিতের প্রথম স্ত্রী কে ছিল জানেন?

কেন বাদ পড়েছিল দৃশ্য: সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে গব্বর সিং রূপী আমজাদ খান দাঁড়িয়ে রয়েছেন। পাশে মাটিতে পড়ে আহমেদ ওরফে শচীন পিলগাঁওকর। আহমেদকে চুল ধরে টেনে তুলতে দেখা যায় গব্বরকে। দুর্ধর্ষ দস্যু গব্বর সিং এর এই নির্মমতার দৃশ্যেই কাঁচি চালায় সেন্সর বোর্ড। ছবিটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, এই দৃশ্যে অতিরিক্ত হিংস্রতা এবং নিষ্ঠুরতার জন্য বাদ দেওয়া হয়েছিল।

আরো পড়ুন: দিতিপ্রিয়ার নায়ক হয়ে ৫ বছর পর ছোটপর্দায় কামব্যাক “এই” অভিনেতার, পারিশ্রমিকে গড়লেন রেকর্ড!

প্রসঙ্গত, শুরুটা বেশ ঢিমে তালে হয়েছিল শোলের (Sholay)। বক্স অফিসে ধীর গতি, উপরন্তু সমালোচকদের ফ্লপ বলে দেওয়ায় ছবিটি প্রথমটা বেশ মার খেয়েছিল। তবে দুঃসময় কাটতে খুব বেশি সময় লাগেনি। ধীরে ধীরে দর্শক বাড়তে থাকে প্রেক্ষাগৃহে। দীর্ঘ ছয় বছর ধরে বড়পর্দায় চলেছিল ছবিটি।

Sholay cut scene viral in social media

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর