ভাটপাড়ায় ফের শ্যুট আউট! বন্ধুর গুলিতে জখম যুবক, তদন্তে পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ ভাটপাড়ায় (Vatpara) ফের একবার চলল গুলি। এদিন ভাটপাড়া এলাকায় শ্যুট আউটের ঘটনায় আহত হয় এক যুবক। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কলকাতার (Kolkata) পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ।

ঘটনাটি ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকার। এদিন মোহাম্মদ খুরশিদ নামে এক যুবকের উদ্দেশ্যে গুলি করে পালায় তারই এক বন্ধু মোহাম্মদ শাহজাদ। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় খুরশিদকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শ্যুট আউটের ঘটনার পেছনে কি কারণ রয়েছে, তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। অভিযুক্তের উদ্দেশ্যে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, এলাকার একটি মাঠে কয়েকজন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল খুরশিদ। এরপর আচমকাই তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে মোহাম্মদ শাহজাদ এবং পরবর্তীতে সেখান থেকে পালিয়েও যায় সে। এরপর আহত যুবকটির উদ্দেশ্যে সাহায্যার্থে এগিয়ে আসেন স্থানীয় লোকজন এবং পরবর্তীতে তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবকের মা বলেন, “ও আজ খাওয়া-দাওয়া করে বাইরে বেরোয়। বন্ধুদের সাথে বেরিয়েছিল, কিন্তু কোথায় যায় জানিনা। হঠাৎ আমাকে এসে একজন জানায় যে, ওর পেটে নাকি গুলি লেগেছে। কি কারনে এ ঘটনা, তা সম্পর্কে কোনো ধারণা নেই।”

ভাটপাড়ার বুকে শ্যুট আউটের ঘটনা অবশ্য gun shootout নয়, গত ১৫ জুলাই একইভাবে এলাকায় গুলিবিদ্ধ হয় এক যুবক। রিজওয়ান আলী নামে ওই যুবক পরবর্তীতে মারা যান। স্বাভাবিকভাবেই ভাটপাড়ায় একের পর এক শ্যুট আউটের ঘটনা কি কারনে ঘটে চলেছে কিংবা এই প্রসঙ্গে প্রশাসন কেন ব্যর্থ, তা নিয়ে সরব হয়েছে এলাকাবাসী। ইতিমধ্যে এ ঘটনায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল মানুষ। এক্ষেত্রে প্রশাসন অবশ্য দোষীকে কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে।


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর