বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে চলল গুলি! দুই শিশু সহ মৃত ৩, থমথমে কক্সবাজার

বাংলা হান্ট ডেস্ক : ফের গুলি চলল রোহিঙ্গা ত্রাণ (Rohingya Camp Bangladesh) শিবিরে। দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গুলি চলে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে তিনজন, যার মধ্যে দুজন শিশু। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ত্রাণ শিবিরে। এই ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ত্রাণ শিবিরের শরণার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

খবর পেয়েই বাংলাদেশ আর্মড পুলিস ব্যাটালিয়ন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ তিন জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে কী কারনে এই গোলাগুলি চলল, তা এখনও পর্যন্ত প্রশাসনিক স্তরে কিছু জানা যায় নি।

rohingya 2

বাংলাদেশ পুলিস সূত্রে খবর সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডব্লিউ ২ নম্বর রোহিঙ্গা ত্রাণ শিবিরে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় দুপক্ষ। তার মাঝখানে পড়ে ওই শিশু-সহ তিনজন গুলিবিদ্ধ হয়।

১৪ আর্মড পুলিস ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, গুলিবিদ্ধদের হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে একজন শিবিরের ১৯ নম্বর ব্লকের মহম্মদ করিমের ছেলে ওমর ফারুক (৭), মহম্মদ জামালের ছেলে জসিম (৬) এবং কলিম উল্লাহ (৩৮)। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এদিকে গুলি চলার খবর পেয়ে এসে পৌঁছয় বাংলাদেশ আর্মড পুলিস ব্যাটালিয়ন। পুলিস আসার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে পুলিস গুলিবিদ্ধদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। প্রসঙ্গত, রবিবার উখিয়ায় আরও একটি রোহিঙ্গা ত্রাণ শিবিরে গুলি চলে। ঘটনাটি ঘটেছিল উখিয়া বালুখালির ১৩ নম্বর ক্যাম্পে। দুই সন্ত্রাসী গোষ্ঠীর লড়াইয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন মা ও ছেলে। পরে স্থানীয়রা একজন হামলাকারীকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। তার জেরেই ওই হামলাকারীর মৃত্যু হয়।

Sudipto

সম্পর্কিত খবর