শুট আউটে খুন এলাকার দাদা

Published On:

 

বাবলু প্রামাণিক দক্ষিণ 24পরগনা

একাধিকবার নরেন্দ্রপুর এর ঘটনায় দিশাহীন হয়ে পরছে নরেন্দ্রপুর বাসিন্দারা । কিন্তু কেন নরেন্দ্রপুর এর প্রতিটি ঘটনা টনক নাড়িয়ে দিচ্ছে। সংবাদমাধ্যমের প্রথম পাতায়। কোথাও বৃদ্ধা খুন ,কোথাও গৃহবধূ মুন্ডু কাটা অবস্থা ,আবার বাগান বাড়িতে জোড়া মৃতদেহ উদ্ধার ।বারবার এমন ঘটনাগুলিকে সামনে আসতে মনের মধ্যে শিহরণ তৈরি করছে নরেন্দ্রপুর বাসীকে ।

 

এবার গুলিতে খুন হল এলাকার ‘দাদা ’। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের রেনিয়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম বাবুসোনা সর্দার (38)বছর। সে এলাকায় ‘দাদা’ বলেই পরিচিত ছিল। স্থায়ী বাসিন্দা সূত্রের খবর, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ বাড়ির সামনের রাস্তাতেই বাবুসোনাকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবুসোনার বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার জেলও খেটেছে সে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুরানো শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারে বাবুসোনা। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

X