দক্ষিণেশ্বরে শুটআউট! তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মারধর, গুলি! তুলকালাম পরিস্থিতি

বাংলা হান্ট ডেস্ক : ভরদুপুরে শুটআউট দক্ষিণেশ্বর (Dakshineswar) আড়িয়াদহ এলাকায়। যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি (Shootout) চালায় বলে অভিযোগ। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাইক থেকে পড়ে যান ওই যুবক। এখানেই শেষ নয়, এরপর তাঁকে রাস্তায় ফেলেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

গুরুতর জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনা ঘিরে উত্তপ্ত আড়িয়াদহ এলাকা। অভিযোগের তির এলাকার আরেক তৃণমূল নেতার দিকে। জানা গিয়েছে, আক্রান্ত যুব নেতার নাম অরিত্র ঘোষ। তাঁর সঙ্গে এলাকা দখল নিয়ে ঝামেলা চলছিল অপর এক নেতার।

এর জেরেই বৃহস্পতিবারের হামলা বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে অরিত্র বাইক নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লক্ষ্য়ভ্রষ্ট হলেও অরিত্র বাইক থেকে পড়ে যান। তখনই তাঁকে মারধর করা হয়।

সূত্র মারফত খবর, আক্রান্ত যুব নেতার নাম অরিত্র ঘোষ। তাঁর সঙ্গে এলাকা দখল নিয়ে ঝামেলা চলছিল ও আরেক নেতার। তার জেরেই বৃহস্পতিবারের হামলা বলে মনে করা হচ্ছে। স্থানীয় অধিবাসীরা জানান, বৃহস্পতিবার দুপুরে অরিত্র বাইক নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

tmc

গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অরিত্র বাইক থেকে পড়ে যান। তখনই তাঁকে মারধর করা হয়।  লোহার রডের আঘাতে অরিত্রর হাত, পা ভেঙে গিয়েছে। এরপর গুরুতর জখম অবস্থায় অরিত্রকে রথতলার কাছে এক নার্সিংহোমে ভরতি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানান চিকিৎসকরা।

অভিযোগের তির এলাকারই আরেক তৃণমূল নেতা জয়ন্ত সিং। তাঁর দলবলই অরিত্রর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। হাসপাতালে অরিত্র তাঁর নামই বলেছেন। অরিত্র-জয়ন্তর সম্পর্ক বিশেষ ভাল ছিল না, সেই কারণেই তাঁর উপর এই হামলা চলেছে বলে অভিযোগ তৃণমূল যুব নেতার। তবে তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগজনক বলে নার্সিংহোম সূত্রে খবর। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।


Sudipto

সম্পর্কিত খবর