ভারত মে রহনা হেয়, তো বন্দেমাতরম কেহনা হেয়! বলেই গুলি চালিয়েছিল অভিযুক্ত

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার জামিয়া (Jamia) নগর এলাকায় সিএএ (CAA) এর বিরুদ্ধে হওয়া মিছিলে একজন হঠাৎ পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়। খবর অনুযায়ী, গুলি চালানো অভিযুক্ত অনেকক্ষণ ধরে হাতে পিস্তল নিয়ে স্লোগান দিচ্ছিল। একটি ব্যাক্তিগত টিভি চ্যানেল অনুযায়ী, প্রদর্শনের সময় গুলি চালানো অভিযুক্ত স্লোগান দিয়ে বলছিল, ‘অগর হিন্দুস্তান মে রেহনা হেয়, তো বন্দেমাতরম কেহনা হেয়।” এরপর অভিযুক্ত জয় শ্রী রামের স্লোগান তুলে গুলি চালিয়ে দেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুলি চালানো অভিযুক্ত গ্রেটার নয়ডার বাসিন্দা। আর সে নাবালাক। তাঁর বয়স এখন ১৮ বছর হয়নি। বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে। সে পিস্তল উঁচিয়ে বলছিল ‘দিল্লী পুলিশ জিন্দাবাদ, জামিয়া মিলিয়া মুর্দাবাদ।”

বিশাল পুলিশ ফোর্স মোতায়েনের মধ্যে আচময়া হওয়া এই ফায়ারিং নিয়ে অনেক প্রশ্ন উঠছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছে, আর তাঁর কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম গোপাল। আর তাঁর চালানো গুলিতে জামিয়ার এক ছাত্র আহত হয়েছে। আহত ছাত্রকে ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর