করোনার তৃতীয় ঢেউয়ের ভয়, ফের বন্ধ হতে পারে ছবি-সিরিয়ালের শুটিং!

বাংলাহান্ট ডেস্ক: গোটা দেশের সঙ্গে বাংলাতেও চোখ রাঙাচ্ছে করোনা (corona)। দিল্লিতে ইতিমধ‍্যেই বন্ধ হয়ে গিয়েছে প্রেক্ষাগৃহ। একই পথে হাঁটতে চলেছে মুম্বইও। বাংলাতে কেমন পরিস্থিতি হবে সেই চিন্তাতেই মাথায় হাত টলি ও টেলিপাড়ার। কারণ করোনার বাড়বাড়ন্ত মানেই ফের তালা পড়তে পারে স্টুডিও পাড়ায়। বন্ধ হতে পারে ছবি ও সিরিয়ালের শুটি‌ং (shooting)।

গত বছর এবং চলতি বছরে বেশ কিছুদিন বন্ধ ছিল সিরিয়ালের শুটিং। শুট ফ্রম হোমের ব‍্যবস্থা করা হলেও তাতে মন ওঠেনি দর্শকদের। কলাকুশলীদের বেতন দেওয়া নিয়ে পরে বাগবিতন্ডাও হয়েছিল। এবারও কি তেমন পরিস্থিতি হতে চলেছে?

Bengal Serials 1200by667
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসর্স অর্থাৎ ডব্লিউএটিপির শীর্ষকর্তা শৈবাল বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ‍্যমকে জানান, সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছেন তাঁরা। যদি শুটিং বন্ধ করার নির্দেশ আসে তবে সেই মতোই করতে হবে। তবে এখন স্বাস্থ‍্যবিধি মেনেই চলছে শুটিং।

তিনি জানান, বাইরে বেরিয়ে শুটিং বন্ধ হলেও আগের মতো শুট ফ্রম হোম চলবে। রাজ‍্য সরকারের নির্দেশ পাওয়ার পর আর্টিস্ট ফোরাম, প্রযোজকেরা, ফেডারেশন এবং চ্যানেল কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত নেবে। করোনার প্রথম ঢেউয়ের সময়ে খুব বেশি পর্বের ব‍্যাঙ্কিং ছিল না সিরিয়ালগুলির কাছে। একটা সময় পুরনো সিরিয়াল এবং নতুন সিরিয়ালগুলির পুরনো এপিসোড সম্প্রচার করা হয়েছিল।

দ্বিতীয় ঢেউয়ের সময় আগে থেকেই ব‍্যবস্থা নিয়েছিলেন সিরিয়াল নির্মাতারা। কিন্তু এবারের পরিস্থিতিটা অন‍্য রকম। বছর শেষের মুখে অভিনেতা অভিনেত্রীরা ছুটির মুডে রয়েছেন। তাই পর্বের ব‍্যাঙ্কিং করা সম্ভব হয়নি। অপেক্ষা শুধু নির্দেশের। বাকিটা তখনি দেখা যাবে।


Niranjana Nag

সম্পর্কিত খবর