একী কাণ্ড! ভারতীয় মৎস্যজীবীদের ওপর আচমকাই গুলিবর্ষণ পড়শি দেশের নৌসেনার, গর্জে উঠল দিল্লি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শ্রীলঙ্কার নৌবাহিনীর বিরুদ্ধে ভারতের (India) মৎস্যজীবীদের উপর গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় কমপক্ষে পাঁচ জন ভারতীয় মৎস্যজীবী আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোরে ডেলফ্ট দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌ বাহিনী বর্বরোচিত আক্রমণ চালায় ভারতীয় মৎস্যজীবীদের উপর।

ভারতের (India) মৎস্যজীবীদের উপর গুলিবর্ষণ

গোটা ঘটনায় ভারতের (India) পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে যোগ্য জবাব দিয়েছে বলে খবর। ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর ঘটনা যে মোটেই সহজভাবে নিচ্ছে না দিল্লি, সেই কথাও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে।

আরোও পড়ুন : Infosys-এর সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ! দায়ের হল FIR, জানলে হবেন “থ”

সেখানে উল্লেখ করা হয়েছে, ‘আজ ভোরে ডেলফ্ট দ্বীপের কাছে ১৩ জন ভারতীয় জেলেকে আটক করার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের উপর গুলিবর্ষণ করে বলে জানা গিয়েছে। জাহাজে থাকা ১৩ জন মৎস্যজীবীর মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে জাফনা টিচিং হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। আরও তিনজন জেলে সামান্য আঘাত পেয়েছেন। তাঁদেরও চিকিৎসা হচ্ছে। এদিন সকালে নয়াদিল্লিতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বিদেশ মন্ত্রক ডেকে পাঠায় এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।’

আরোও পড়ুন : সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ফেব্রুয়ারি মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

সূত্রের খবর, মন্ত্রকের তরফে শ্রীলঙ্কার (Sri Lanka) হাইকমিশনারকে বলা হয়, নিজেদের জীবিকা নিয়ে সর্বদা উদ্বেগের মধ্যে থাকেন মৎস্যজীবীরা। তাই অবশ্যই তাদের বিষয়গুলি মানবিকভাবে বিচার করা উচিত। যেমন পরিস্থিতি হোক না কেন  জোরপূর্বক বল প্রয়োগ করা যাবে না। তাছাড়াও ভারত ও শ্রীলঙ্কা সরকারের বোঝাপড়া নীতি মেনে চলার আদেশও দেওয়া হয়েছে।

Shootout against India fishermen

ভারতের (India) বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাফনার ভারতীয় কনস্যুলেটের কর্তারা হাসপাতালে গিয়ে দেখা করেছেন আহত ভারতীয় মৎস্যজীবীদের সাথে। সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আহত মৎস্যজীবীদের। কলম্বোর ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও গোটা ঘটনার নিন্দা করা হয়েছে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের কাছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X