ফের উত্তপ্ত অর্জুন গড়! তৃণমূল নেতাকে লক্ষ্য করে সাতসকালে বোমা, গুলি ভাটপাড়ায়

বাংলা হান্ট ডেস্ক : আবারও রবিবাসরীয় সকালে দুষ্কৃতীর হামলায় অগ্নিগর্ভ ভাটপাড়া (Bhatpara)। অর্জুনের (Arjun Singh) গড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চালানো হল আক্রমণ। ছোঁড়া হল বোমা, চলল গুলি। ভাগ্যের জোরে প্রাণ বাঁচিয়ে পালালেন তিনি। রবিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে জগদ্দল থানার পালঘাট রোড এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। কে বা কারা এবং কোন উদ্দেশে এই হামলা করেছ তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আক্রান্ত তৃণমূল (TMC) নেতার নাম অশোক কুমার সাউ। তিনি ভাটপাড়ার ১২ নং ওয়ার্ডের তৃণমূলের সভাপতি। জানা যাচ্ছে, এদিন সকালে অশোকবাবু তাঁর বাড়ির পাশে বাজারে যাচ্ছিলেন। তখনই তাঁর উপরে দুষ্কৃতীরা হামলা চালায় কয়েকজন। ছয় রাউন্ড গুলি এবং একটি বোমা ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

আক্রান্ত তৃণমূল (TMC) নেতার নাম অশোক কুমার সাউ। তিনি ভাটপাড়ার ১২ নং ওয়ার্ডের তৃণমূলের সভাপতি। এদিন সকালে অশোকবাবু তাঁর বাড়ির পাশে বাজারে যাচ্ছিলেন। তখনই তাঁর উপরে দুষ্কৃতীরা হামলা চালায়। ছয় রাউন্ড গুলি এবং একটি বোমা ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

bhatpara 2

তাঁদের ছোড়া একটি গুলি অশোকবাবুর পিঠ ঘেঁষে বেরিয়ে যায়। ভাগ্যের জোরে প্রাণ বাঁচে তাঁর। রক্ষা পান তিনি। আহত অবস্থায় তাঁকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে জগদ্দল থানার পুলিস একটি বোমা উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে।

অশোকবাবু সাংবাদিকদের জানান, জেল সূত্র থেকে তাঁর কাছে আগেই খবর পৌঁছে যায় যে তাঁর উপরে হামলা হতে পারে। তাউ তিনি সাবধান হয়ে ছিলেন। এলাকাতে দুষ্কৃতী দৌরাত্ম্য অবাধ করতে কিছু দুষ্কৃতী তাঁকে হত্যার চেষ্টা করছে। এই ঘটনার পর থেকে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিস।


Sudipto

সম্পর্কিত খবর