বাংলায় ফের শুটআউট, প্রকাশ্য দিবালোকে চলল গুলি! নিহত তৃণমূলের পঞ্চায়েত প্রধান

বাংলা হান্ট ডেস্ক: দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় চলল গুলি (Shootout)। আর সেই গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কে। উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) পাঞ্জিপারা পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহিকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। সেখানেই ছিল মহম্মদ রাহির পঞ্চায়েত অফিস।

এরপর তড়িঘড়ি তাঁকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে (Kishanganj Medical College)। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ির (Siliguri) একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই পঞ্চায়েত প্রধানের মৃত্যু হয়।

md rahi

সূত্রের খবর, বুধবার মহম্মদ রাহি তাঁর পঞ্চায়েত অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ৩১ নম্বর জাতীয় সড়কে উঠতেই তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। এরপর দু’ রাউন্ড গুলি চালানো হয়। সেগুলি তাঁর গায়েই লাগে। এরপর তিনি রাস্তায় পড়ে যান। গলগল করে বের হতে থাকে রক্ত। গুলির আওয়াজ পেয়ে কিছু মানুষ এসে দেখেন, তিনি পড়ে রয়েছেন‌। তড়িঘড়ি কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে বলা হয় চিকিৎসা সম্ভব নয়। এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত ভর্তি করা হয় শিলিগুড়ির একটি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহম্মদ রাহি।

কিন্তু কে বা কারা রাহিকে খুন করল তা জানা যায়নি। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।

Monojit

সম্পর্কিত খবর