বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে ফের একবার শুটআউটের (Shootout) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সর্বত্র। বর্তমানে ঘটনার কেন্দ্রস্থল সোনারপুরের (Sonarpur) কামরাবাদ এলাকা। শুটআউটের ঘটনা প্রাণ গিয়েছে স্থানীয় এক যুবকের। এদিন গুলিবিদ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করার পরবর্তীতে শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাস্থল থেকে দু রাউন্ড গুলি এবং গুলির খোল উদ্ধার করার পাশাপাশি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল গভীর রাতে কামরাবাদ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। এই ঘটনার সঙ্গে যুবকটির নিকটবর্তী বন্ধুদের যোগ রয়েছে বলে অভিযোগ সামনে আসছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সূত্রের খবর, লাল্টু হাজরা নামে নিহত যুবক বেশিরভাগ সময়ই ময়ূখ ভট্টাচার্য নামে এক বন্ধুর বাড়িতে সময় কাটাতো। সেখানে তারা অনেক জন বন্ধু মিলে সময় কাটালেও গতকাল ওই বাড়িতে কেউ ছিল না বলেই জানা গিয়েছে। লাল্টুর অপর এক বন্ধু বিশ্বজিত সরকার জানান, “আমি রাত দুটোর পর বাড়ি ফিরতে চমকে উঠি। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় লাল্টুর দেহ পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ পুলিশে খবর দিই।”
পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এর পরই ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহের পাশাপাশি দু রাউন্ড গুলি এবং গুলির খোল উদ্ধার করা হয়। এক্ষেত্রে খুব সামনে থেকে যুবকটিকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছিল বলে অনুমান পুলিশের।
গোটা ঘটনার প্রসঙ্গে এদিন মৃত যুবকের ভাই পিন্টু হাজরা জানান, “ওর অনেক বন্ধু ছিল। কিন্তু কোন শত্রু ছিল না। বন্ধুদের মধ্যে নিকটবর্তী কেউ ওকে হত্যা করেছে। এমনকি ভাইয়ের ফোন পর্যন্ত নিয়ে নেওয়া হয়। এর থেকে বোঝা যায় যে, অনেকদিন ধরে পরিকল্পনা করেই লাল্টুকে মারা হয়েছে। বিছানায় রক্তের দাগে ভরে গিয়েছিল।” একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে লাল্টুর গোটা পরিবার।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা