বাংলাদেশের স্টাইলে লুঠপাট চলল ধুলিয়ানে! ওয়াকফ-বিরোধিতার মাঝেই শপিংমলে হামলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ আইন বিতর্কের জেরে বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad)। জঙ্গিপুর থেকে সামশেরগঞ্জে দফায় দফায় চলছে অশান্তি, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ। শুক্রবার সামশেরগঞ্জে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে তড়িঘড়ি বিএসএফ মোতায়েন করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শনিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়ান। দুটি গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে। একটি শপিং মলেও চলে দেদারে লুঠপাট। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে শপিং মল সম্পূর্ণ তছনছ করে দেয় দুষ্কৃতীরা।

মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ানে শপিংমলে লুঠপাট

শুক্রবার থেকেই কার্যত উত্তেজনায় ফুটছে সামশেরগঞ্জ। এদিন এক দফা অশান্তির পর শনিবার সকাল থেকেই ফের পরিস্থিতি তেতে ওঠে। ধুলিয়ান মোড়ে বেশ কিছু দোকানে ভাঙচুরের অভিযোগের পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কে (Murshidabad) বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। দুটি গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। বোমা গুলি চলার অভিযোগও উঠেছে। পালটা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।

Shopping mall looted in murshidabad dhulian today

নেটপাড়ায় ভাইরাল ভিডিও: এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। সেখানে দেখা গিয়েছে, একটি শপিং মলে চলছে দেদারে লুঠপাট। রাজ্যের বিরোধী দলনেতা ভিডিওটি শেয়ার করে কটাক্ষ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

আরো পড়ুন : অশান্তি-বিক্ষোভের আবহেই ব্যতিক্রমী চিত্র! বাংলার এই পড়শি রাজ্যে শুরু ওয়াকফ সম্পত্তির সমীক্ষা

এখনো পর্যন্ত গ্রেফতার ১১৮: শুক্রবারের পর শনিবারেও থমথমে হয়ে রয়েছে সামশেরগঞ্জ (Murshidabad)। উত্তেজনাপূর্ণ এলাকায় চলছে বিএসএফ এর টহলদারি। সুজার মোড়, সুতিতে চলছে কড়া পাহাড়া। সুতি এবং সামশেরগঞ্জে এখনো পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন : অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! শুভেন্দুর মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ডিআইজি এবং জনসংযোগ অফিসার নীলোৎপল কুমার পাণ্ডে বলেন, শুক্রবার জঙ্গিপুরে ওয়াকফ আইনের প্রতিবাদের মাঝে কিছু এলাকায় অশান্তি তৈরি হয়। পরিস্থিতি সামলাতে জেলা প্রশাসনের তরফে বিএসএফ এর কাছে সাহায্য চাওয়া হয়েছিল। বিএসএফ মোতায়েনের পর শনিবার কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুনানিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তি বজায় রাখতে মুর্শিদাবাদে সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X