আগামী শনিবার থেকে শহরের রাস্তায় নামছে শপিং বাস। কোথায় ও কখন চলবে এই বাস? জেনে নিন।

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো আসছে। তার প্রস্তুতির তোড়জোড় করতেই এখন ব্যস্ত আপামর বাঙালির সাথে সকল ভারতবাসী। বাঙালির প্রাণকেন্দ্র কলকাতায় তাই পুজোর আগে হয় জমজমাট ভিড়। ধর্মতলা , গড়িয়াহাট, বড়বাজার এর মতো হোলসেল মার্কেট এ লোকসমাগম হয় মারাত্মক। দূর দূরান্ত থেকে সস্তায় শপিং করতে এখানে আসেন অনেক মানুষ। এবার , শুধু এলেই তো হবেনা, ফিরতেও তো হবে! আর এই ফেরার সময়ই হয় সমস্যা। জিনিসপত্রের ব্যাগ নিয়ে এই প্যাচপ্যাচে গরমে ঘেমে নেয়ে বাড়ি ফিরতে নাজেহাল হন তারা, সাথে সাথে নাজেহাল হন নিত্যযাত্রীরাও।

এই সমস্যার সমাধান করতেই রাজ্য পরিবহন দফতরের উদ্যোগে আগামী শনিবার থেকে কলকাতার রাস্তায় চলবে বিশেষ “শপিং বাস”। চলতি মাসে ১০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই বাস চলবে কলকাতায়। কলকাতার প্রধান তিনটি শপিং জোন অর্থাৎ ধর্মতলা ,শ্যামবাজার ও গড়িয়াহাটে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শপিং করতে আসা যাত্রীদের পৌঁছে দেবে এই স্পেশাল বাস।

   

সূত্রের খবর বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত চলাচল করবে এই বাস। বারাকপুর কোর্ট, ডানলপ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, বেহালা চৌরাস্তা সহ একাধিক এলাকার উপর দিয়ে এই বাস যাতায়াত করবে। ধর্মতলার বাস সাধারণত পাওয়া যাবে হাওড়া স্টেশন থেকে। ধর্মতলায় পৌঁছে সেই বাস গুলি দাঁড়াবে গ্র্যান্ড হোটেলের বিপরীতে। বালিগঞ্জ বাস টার্মিনাস থেকে পাওয়া যাবে গড়িয়াহাটের বাস। এছাড়াও বাগ বাজারে থাকবে শ্যামবাজার পৌঁছানোর বাস।jpg 20220906 175608 0000

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় এরকম মোট কুড়িটি স্পেশাল বাস চালাবে। জানা গেছে এই স্পেশাল বাস গুলির ভাড়া সাধারণ নন এসি বাসের ভাড়ার সমানই থাকবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর