মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হোটেলের নিকটে গুলির শব্দে ঘুম ভাঙ্গে ইংল্যান্ড ক্রিকেট দলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বেন স্টোকসের ইংল্যান্ড দল পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলছে। রাওয়ালপিন্ডিতে আয়োজিত প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স এবং শেষ ইনিংসে অ্যান্ডারসন, রবিনসনের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে স্মরণীয় জয় পেয়েছিল ম্যাককালামের কোচিংয়ে থাকা ইংল্যান্ড। তাদের আগ্রাসী ক্রিকেট ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করেছে।

england win

   

কিন্তু দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে গোটা ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। কারণ খবর এসেছে যে মুলতানে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামার আগে ইংল্যান্ডের ক্রিকেটারদের হোটেলের অতি নিকটে গুলি চলেছে। স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল দেশে।

শেষ পাওয়া খবর অনুযায়ী আজ ম্যাচ খেলার উদ্দেশ্যে ইংল্যান্ড টিম বেরোনোর আগেই সকালের দিকে হোটেলের নিকটে গুলি চালানোর শব্দ কানে আসে প্রত্যেকের। কিন্তু ওই অঞ্চলে কোনও সম্পদ বা ব্যক্তির ক্ষতির খবর এখনও সামনে আসেনি। তবে ক্রিকেট দলগুলির নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হয়েছে।

অফিসিয়াল খবর না হলেও শোনা গেছে যে মুলতানের দুটি গুন্ডাদের দলের মধ্যে সংঘর্ষের ফলাফল এই গোলাগুলির আওয়াজ। ইতিমধ্যে পুলিশ কিছু সন্দেহজনকে ওখান থেকে আটক করেছে। ইংল্যান্ড দলের নিরাপত্তা এই নিয়ে কোনো প্রভাব না করলেও সকলেই এই নিয়ে আপাতত চিন্তায় রয়েছে। তবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট এর তরফ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে কোন বয়ান প্রকাশ করা হয়নি।

মুলতান টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড দল। ওপেনার বেন ডাকেট এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামা অলি পোপ অর্ধশতরান করে আউট হওয়ার পর আপাতত একটু বেকারদায় ইংল্যান্ড। লাঞ্চের আগে ৩৩ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৮০ রান তুলেছে তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর