বাংলা হান্ট ডেস্ক: বলিউডে মাঝেসাজে কারিনা কাপুর ও কারিশমা কাপুরকে নিয়ে চর্চা হয়। দুই বোনের মধ্যে সম্পর্কের সমীকরণ বরাবরই চমৎকার। তারা পরস্পরের ছেলে-মেয়েদের দিকেও নজরে রাখেন।কারিনার ছেলে তৈমুর খুবই ছোট। কিন্তু কারিশমার দুই ছেলেমেয়ে সামায়ারা ও কিয়ান অনেকটা বড় হয়ে গেছে। তাদের দিকে বেশ খবরদারি করেন কারিনার।
সূত্রে খবর জানা যায়, সামায়ারার সোশ্যাল মিডিয়ার প্রতি তীব্র ঝোঁক নিয়ে চিন্তিত কারিনা। ভাগনিকে কী করে এই সোশ্যাল মিডিয়া অবসেশন থেকে বের করা যায়- তার জন্য চিন্তিত তিনি।
সম্প্রতি এক শো’তে কারিনা বলেন, “আপার ১৪ বছরের একটি মেয়ে আছে আর ও সব সময় সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাট এইসব নিয়ে পড়ে থাকে। সারাদিন চলতে থাকে এই সব। আমি লোলোকে (কারিশমা) বলেছি যে এটার একটু লিমিট থাকা উচিত। সোশ্যাল মিডিয়ার নেশা থাকলে সবাই এক জায়গায় বসেই থাকে আর এই করে যায়, অন্য আর কিছুই করে না। মানে কেউ বই পড়ে না, জানালার বাইরে তাকায় না, কারো সঙ্গে কথা বলে না, ফ্যামিলি-বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটায় না… কিচ্ছু না। আমরা আড্ডা দেওয়ার মজাটাই যেন ভুলতে বসেছি। তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা নিয়ন্ত্রিত হওয়া উচিত। ”
এই সব থেকে একটু দূরেই থাকেন কারিনা নিজে। তিনি বা সাইফ আলী খান কেউ সোশ্যাল মিডিয়ায় এতটুকু আসক্ত নন, বরং খুব কম সময় কাটান ভার্চুয়াল জগতে।