ভালোবেসে গালে চুমু, বন্ধু শোভনের জন্মদিনে বিশেষ আয়োজন বৈশাখীর

বাংলাহান্ট ডেস্ক : “সোহাগে, আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই”….শোভন-বৈশাখী মানেই সোহাগে-আদরে মাখামাখি৷ একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, ভরসা আর দুর্বার প্রেম৷ জীবনের স্পেশাল দিনগুলিকে সেলিব্রেট করার ক্ষেত্রে আয়োজনের ক্ষেত্রে কোন খামতি রাখেন না এই যুগল। আর এবারেও তার ব্যতিক্রম হল না৷ যতই হোক বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন বলে কথা৷

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল বৃহস্পতিবার ৷ ৫৮ টি বসন্ত কাটিয়ে ফেলে আরোও এক নতুন বছরের দিকে পা বাড়ালেন প্রাক্তন মেয়র৷ সর্বক্ষণের সঙ্গীর আবির্ভাব দিবস উপলক্ষে গোলপার্কের ফ্ল্যাটেই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছিল বিশেষ আয়োজন৷ সঙ্গে ছিল বৈশাখীর কন্যা মেহুলও। প্রাক্তন মেয়রের জন্মদিনকে ঘিরে খুশির আমেজে গা ভাসাল গোটা পরিবার৷ জন্মদিনে বন্ধু শোভনের গালে ভালোবেসে চুমু এঁকে দিলেন বৈশাখী৷ শোভনের ঠোঁটের তখন লাজুক হাসি৷

শোভনের জন্মদিনের অনুষ্ঠানের পরতে পরতে ছিল হাজারও চমক৷ কেক কাঁটা, মিষ্টি মুখ করার পাশাপাশি বৈশাখী আর মেহুলের কাছে থেকে সারপ্রাইজ গিফটও পান প্রাক্তন মেয়র৷ বৈশাখী আর মেহুল নিজের হাতে শোভনকে কেক খাইয়ে দেন ৷ জন্মদিনে গুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে বৈশাখী লিখেছেন, Happy Birthday my lifeline. অনেকেই সেই ছবিতে শোভনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

jpg 20220707 195425 0000

আর এই জমজমাট আয়োজন আরোও একবার বুঝিয়ে দেয় এই লাভ বার্ডস ফেসবুকের ক্যাপশনের সঙ্গে সঙ্গে নিজেদের জীবনেও বিশ্বাস করেন, ‘The journey from Me to We begins…’ যার মানে দাঁড়ায়, ‘আমি থেকে আমরা হয়ে পথ চলা শুরু৷’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর