তিক্ততা বেড়ে চরমে, শোভনের সঙ্গে ছাড়াছাড়ি হতেই বিরাট পদক্ষেপ নিলেন স্বস্তিকা

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার সবথেকে চর্চিত জুটি থেকে প্রাক্তন জুটিতে পরিণত হয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) এবং স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। একসময় তাঁদের নামই ঘুরত সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হত শোভন স্বস্তিকা জুটির ছবি, ভিডিও। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে একান্তে সময় কাটানো সব মুহূর্তই অনুরাগীদের সঙ্গে শেয়ার করতেন তাঁরা। সে সবেতেই হঠাৎ করে দাঁড়ি পড়ল।

দীর্ঘ তিন বছরের সম্পর্ক শোভন স্বস্তিকার। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রীর প্রেমে পড়েন গায়ক। দুজনের ঘনিষ্ঠতা নজর কাড়তে সময় লাগেনি নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে সময় কাটানোর ছবি দিতে শুরু করেন তাঁরা। আর সেখান থেকেই দুয়ে দুয়ে চার করেন নেটনাগরিকরা।

shovan swastika breakup

কিন্তু হঠাৎ করেই দুজনের সম্পর্কে ভাঙনের খবর চাঞ্চল্য ছড়ায় নেটপাড়ায়। রাখঢাক না করে স্বস্তিকাও স্বীকার করে নিয়েছেন, তাঁদের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। সম্পর্ক ভেঙেছে শোভনের সঙ্গে। যদিও সম্পর্ক ভাঙার কারণ নিয়ে স্পষ্ট ভাবে কোনো মন্তব্যই করেননি অভিনেত্রী।

এর মধ্যেই নতুন একটি বিষয় নজর কেড়ে নিল নেটিজেনদের। বিচ্ছেদের পর দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে দুজনের মধ্যে। শোভন স্বস্তিকা দুজনেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে যুগলের যাবতীয় ছবি। ঘুরতে যাওয়ার, একসঙ্গে সময় কাটানোর সব ছবিই মুছে ফেলেছেন তাঁরা। প্রাক্তন প্রেমিক প্রেমিকার মধ্যে তিক্ততা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে এটা।

swastika shovan

শুধু ছবি ডিলিটই নয়, একে অপরকে ইনস্টাগ্রামে আনফলোও করে দিয়েছেন তাঁরা। নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন দুজনে। টেলিপাড়ায় কানাঘুঁষো শোনা যায়, স্বস্তিকাকে নাকি একেবারেই সময় দিতেন না শোভন। ফলে দূরত্ব বাড়তে শুরু করেছিল দুজনের মধ্যে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে জলঘোলা করতে চাননি দুজনের কেউই।

এই মুহূর্তে জি বাংলার ‘সোহাগ জল’ সিরিয়াল নিয়ে ব্যস্ত রয়েছেন স্বস্তিকা। এছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ফাটাফাটি’। স্বস্তিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। অন্যদিকে শোভন ব্যস্ত রয়েছেন তাঁর সঙ্গীতের কেরিয়ার নিয়ে। ভবিষ্যতে কোনোদিন তাঁদের পথ আবার মিলবে কিনা সেটা বলবে সময়।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর