টলিপাড়ায় নতুন প্রেম, গায়ক শোভনের সঙ্গে গোপন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী স্বস্তিকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলি পাড়ায় এখন বিয়ের মরশুম লেগেছে। এরই মাঝে নতুন সম্পর্কের খবরের গুঞ্জনে মুখর হয়ে উঠেছে বাংলা সিরিয়াল জগৎ। জানা যাচ্ছে, জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলীর (shovan ganguly) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাংলা সিরিয়ালের পরিচিত অভিনেত্রী স্বস্তিকা দত্তের (swastika dutta) সঙ্গে।

এই দুই তারকার সম্পর্কের গুঞ্জনে এখন উত্তাল সোশ‍্যাল মিডিয়া। শোভনের সঙ্গে সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে নেটিজেনদের ‘জাজমেন্টাল’ হতেও বারণ করেছেন। কম যান না শোভনও। মাঝে মাঝেই তাঁর ইনস্টা স্টোরিতে এখন দেখা মিলছে স্বস্তিকার। আগের থেকে সোশ‍্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়ও হয়ে উঠেছেন তিনি।

তবে এই বিষয়ে দুজনের কেউই এখনি মুখ খুলতে নারাজ। স্বস্তিকার বক্তব‍্য, শোভন ও তিনি খুবই ভাল বন্ধু। এর বেশি কিছু এখনি বলতে রাজি নন তিনি। তবে নেটিজেনরা ইতিমধ‍্যেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন দুজনকে। এখন শুধু অপেক্ষা নিজেদের সম্পর্কটাকে দুজনের আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।

https://www.instagram.com/p/CHsAQT6DbQQ/?igshid=8u194mx5cbal

এর আগে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। দুজনের মধ‍্যে বয়সের পার্থক‍্য ছিল যথেষ্ট। তবে এই বিষয়ে টলিপাড়ার প্রায় সকলেই অবগত ছিলেন। কিন্তু একসময় হঠাৎ করেই জানা যায় বিচ্ছেদ হয়ে গিয়েছে ইমন ও শোভনের। এই নিয়ে কেউ মুখ না খুললেও অনেকের বক্তব‍্য, শোভনের মা তাঁদের এই বয়সের ফারাক মেনে নেননি।

https://www.instagram.com/p/CI0epseghdR/?igshid=1vpadf0m971oo

কিছুদিন আগেই সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেন ইমন। আগামী বছরের শুরুতেই তাঁরা বিয়ে সারবেন বলে জানা গিয়েছে। অপরদিকে শোনা গিয়েছিল ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক ক্রুশাল আহুজার সঙ্গে সম্পর্কে রয়েছেন স্বস্তিকা। কিন্তু সম্প্রতি জানা যায় অদ্রিজা রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রুশাল। একসঙ্গে ছবিও শেয়ার করেন তাঁরা।

X