পাশে আছেন বিপদে, বিদেশ থেকে ফিরেই হাসপাতালে চিকিৎসাধীন স্বস্তিকার মাকে দেখতে ছুটলেন শোভন

বাংলাহান্ট ডেস্ক: প্রকৃত বন্ধুরাই বিপদের সময়ে পাশে থাকে। ঠিক যেমন শোভন (shovan ganguly) রয়েছেন স্বস্তিকার (swastika dutta) সঙ্গে। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রীর মা। এতদিন বিদেশে ছিলেন শোভন। দেশে ফিরে সবটা শুনেই আগে হাসপাতালে ছুটে গিয়েছেন। পাশে থেকে সাহস যোগাচ্ছেন স্বস্তিকাকে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে তলপেটে ব‍্যথা হচ্ছিল অভিনেত্রীর মা সুনীতা দত্তের। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় জরায়ুতে সমস‍্যা হয়েছে তাঁর। চিকিৎসকরা পরামর্শ দেন অস্ত্রোপচার করার। সেই মতো বুধবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে হিস্টেরেকটমি অপারেশন হয়েছে অভিনেত্রীর মায়ের। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

IMG 20211118 115204
সংবাদ মাধ‍্যমকে স্বস্তিকা জানান, চিকিৎসকরা তাঁর মাকে বলেছেন বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে একাধিক শুটিংয়ের কাজ পিছিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর এখন একটাই প্রার্থনা, মা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

মায়ের অস্ত্রোপচারের সময়ে পাশে ছিলেন বিশেষ বন্ধু শোভনও। মঙ্গলবার তিনি ফিরেছেন লন্ডন থেকে। সেখানে সোনু নিগমের টিমের সঙ্গে থেকে গায়কের শোয়ের কাজ সামলাচ্ছিলেন তিনি। দেশে ফিরে স্বস্তিকার মায়ের খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তিনি।

https://www.instagram.com/p/CT4UpElJIJY/?utm_medium=copy_link

কিছুদিন আগেই বন্ধুত্বের এক বছর পূর্ণ করেছেন শোভন স্বস্তিকা। সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বছর পূর্তির কথা জানিয়েছেন গায়ক। সাদা কালো ছবিতে এক ফ্রেমে শোভন স্বস্তিকা। সঙ্গে লেখা, ‘আসা যাওয়ার সময় থাকে/ বছর ঘুরে দেখ, ঝগড়াঝাঁটি টপকে দেখি/ একের পিঠে এক…’ হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন ‘এক বছর’।

হাসি মজা কখনো বা অভিমান খুনসুটিতে একটা বছর কাটিয়ে দিয়েছেন শোভন স্বস্তিকা।অভিনেত্রীর দৃঢ় বিশ্বাস, তাঁরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, যদি কোনোদিন সম্পর্কটা নাও থাকে, সে সময় যদি তাঁর কাউকে পছন্দ হয় সে কথাটা শোভনকেই আগে বলবেন তিনি। পারস্পরিক শ্রদ্ধাটা সবসময় বজায় থাকবে বলেই মনে করেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর