‘কেউ চোর বললে মনে হয় ঘুষি মেরে নাক ফাটিয়ে দিই’, বেলাগাম মন্তব্য মমতার মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ যখন কেউ তাকে চোর বলে, তখন তার মানসিক পরিস্থিতি কি দাঁড়ায়? এই প্রসঙ্গে মতামত রাখতে গিয়ে এদিন বিস্ফোরক দাবি করে বসলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলের এক বর্ষীয়ান নেতা। তিনি রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রবীণতম সদস্যও বটে। ফলে স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য গোটা বাংলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি শোভনদেব চট্টোপাধ্যায় (Shovan deb Chattopadhyay)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত ‘প্রিয়’ শোভনদেব এদিন বলেন, “যখন কেউ আমাকে চোর বলে, তখন মনে হয় ঘুষি মেরে তার মুখ ফাটিয়ে দিই।” প্রথমে সৌগত রায় (Sougata Roy) এবং এবার শোভনদেবের মন্তব্য রাজনৈতিক বিতর্ক যে বহুগুনে বৃদ্ধি করলো, তা বলা বাহুল্য।

সাম্প্রতিক সময়ে কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার, এসএসসি ও টেট দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালী নেতারা গ্রেফতার হয়েছেন। এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের সকলকেই ‘চোর’ বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন তৃণমূল নেতা বলেন, “যখন আমাকে কেউ চোর বলে, তখন মনে হয় তাকে এক ঘুষি মারি। মেরে তার মুখ ফাটিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কাদা ছেটানোর মত ক্ষমতা এখনো পর্যন্ত কারোর হয়নি। তাই উনাকে চ্যালেঞ্জ ছুড়ে কোনরকম লাভ হবে না।”

সাম্প্রতিক সময়ে দুর্নীতি মামলায় একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়ানোয় স্বভাবতই চাপে রয়েছে শাসক দল। এই পরিস্থিতিতে এ সকল মন্তব্য উল্টে তাদের অস্বস্তি আরো বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, সম্প্রতি দুর্নীতি প্রসঙ্গে সৌগত রায় বলেন, “সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি করা উচিত।” পরবর্তীতে তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক।

Sovandeb Chatterjee 1

যদিও সেই বিতর্ক ঢাকার উদ্দেশ্যে তিনি বলেন, “দলের কেউ কেউ খারাপ কাজ করেছে, সেই জন্য তৃণমূলের নাম খারাপ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে। দলের তরফে যদি কেউ কোনো ভুল কাজ করে, তবে তার শাস্তি হবে। তবে এখনো পর্যন্ত ৯৫ শতাংশ দলীয় কর্মী সৎ রয়েছে। মানুষের জন্য তারা কাজ করে চলেছেন। কয়েকজনের জন্য দলের বদনাম করবেন না।” আর এবার এ প্রসঙ্গে শোভনদেবের বক্তব্য নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করলো।


Sayan Das

সম্পর্কিত খবর