‘শ্রীময়ী’রূপী রত্না, শোভন-বৈশাখী ‘অনিন্দ‍্য-জুন আন্টি’, ট্রোলের ঝড় উঠলো নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের প্রথম দিনে টিভি খুলেই চমকে উঠেছিল রাজ‍্যবাসী। পাঁচ বছর পুরনো বিতর্কিত নারদা মামলায় সাতসকালে তৃণমূলের চাল নেতামন্ত্রীর বাড়িতে হানা দেয় সিবিআই। মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ‍্যায়, নব নির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ‍্যায়কে (shovon chatterjee) গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নিজাম প‍্যালেসে।

তারপর থেকেই পরপর ঘটে যায় কয়েকটি অপ্রত‍্যাশিত ও অতিনাটকীয় ঘটনা। শোভনের গ্রেফতারির খবর মিলতেই তড়িঘড়ি নিজাম প‍্যালেসে উপস্থিত হন স্ত্রী রত্না চট্টোপাধ‍্যায় (ratna chatterjee)। সঙ্গে আইনজীবী। অথচ কয়েক বছর আগেই দলের পাশাপাশি স্ত্রীকেও ছেড়েছেন শোভন চট্টোপাধ‍্যায়। এখন থাকেন বান্ধবী বৈশাখী বন্দোপাধ‍্যায়ের (baishakhi banerjee) সঙ্গে।


সোমবার বৈশাখীর বাড়ি থেকেই গ্রেফতার হন তিনি। এতদিন শোভন ও বৈশাখীর ব‍্যাপারে নরমে গরমে অনেক কথা বললেও এদিন দেখা যায় সম্পূর্ণ অন‍্য রকম দৃশ‍্য। আর এতেই আবারো চর্চা শুরু হয়েছে রত্না, শোভন ও বৈশাখীকে নিয়ে।

সোশ‍্যাল মিডিয়ায় সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে ট্রোল মিমের ঝড়। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রত্না চট্টোপাধ‍্যায়কে। স্ত্রীর উপযুক্ত কাজ করেছেন তিনি। বিপদে পড়লে স্ত্রীই পাশে দাঁড়ায়। এমনি মন্তব‍্য চোখে পড়ছে চতুর্দিকে। শুধু মন্তব‍্য করেই ক্ষান্ত হননি নেটিজেনরা। সিরিয়াল ‘শ্রীময়ী’র ইন্দ্রানী হালদারের মুখে এডিট করে বসিয়েছেন রত্নার মুখ। শ্রীময়ী সিরিয়ালের সঙ্গে এদিনের এই কাণ্ডের অদ্ভূত মিল খুঁজে পেয়েছেন নেটজনতা।

শ্রীময়ীতে দেখানো হয় স্বামী অনিন্দ‍্যর বিবাহ বিচ্ছেদ ও তাঁর বান্ধবী জুন থাকা সত্ত্বেও বিপদে স্বামীর পাশে গিয়ে দাঁড়ায় শ্রীময়ী। ঠিক এই কাজটাই করেছেন রত্না। এমনকি মনোমালিন‍্য ভুলে ছেলেকেও শিখিয়েছেন বাবার বিপদে ঢাল হয়ে দাঁড়াতে। রত্নাকে শ্রীময়ী ও শোভন এবং বৈশাখীকে অনিন্দ‍্য ও জুন আন্টির সঙ্গে তুলনা করেছেন নেটজনতা।

অবশ‍্য সোমবার ঘটনার তখনো বাকি ছিল। রাত গড়াতেই ওষুধ ও শোভন পুত্র ঋষিকে নিয়ে প্রেসিডেন্সি জেলে হাজির হন বৈশাখী। দরজা ধাক্কাতে ধাক্কাতে কেঁদে ফেলেন তিনি। শোভন বাবুর হাই সুগার, সব ওষুধ তাঁর কাছে। এমন সময় তাঁকে ভেতরে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন তোলেন বৈশাখী। ওদিকে এই কাণ্ড দেখে নেটিজেনদের কটাক্ষ, ‘বউ উকিল নিয়ে আসছেন, বান্ধবী ওষুধ নিয়ে। জীবনে আর কি চাই শোভন দা?’

সম্পর্কিত খবর

X