সোশ্যাল মিডিয়ায় পরস্পরের উপর কাঁদা ছোঁড়াছুঁড়ি শোভন-স্বস্তিকার! সম্পর্কের অবনতির নেপথ্যে কে ?

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় শোভন (Shovon Ganguly) ও স্বস্তিকার (Swastika Dutta) প্রেমের খবর সোশ্যাল মিডিয়ায় হট টপিক ছিল। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের প্রেমের বহিঃপ্রকাশ বহু মানুষকে আকর্ষণ করতো। একে অপরের প্রতি প্রেম নিবেদন, কিংবা একে অপরের সাথে কাটানো মুহূর্ত, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় কুড়িয়েছে অজস্র লাইক ও কমেন্ট। কিন্তু সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছে যে তাদের প্রেমে দাঁড়ি পড়েছে।

প্রেমের পর্ব শেষে সোশ্যাল মিডিয়ায় (Social media) একে অপরের বিরুদ্ধে পরোক্ষভাবে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা দত্তর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এখন এমনটাই মনে হচ্ছে তাদের অনুরাগীদের। এই দুই মিষ্টি জুটির বিচ্ছেদের (Break up) পিছনে অনেকেই মনে করেন রয়েছেন এক তৃতীয় ব্যক্তি। তিনি হলেন ইমন চক্রবর্তী।

একটা সময় শোভন ও ইমনের প্রেম কাহিনী সবার জানা ছিল। যদিও পরবর্তীকালে ইমন বিয়ে করেন নীলাঞ্জনকে। যদিও গায়িকা ইমন এই ঘটনাকে শুধু মাত্রই রটনা বলে আখ্যায়িত করেছেন। তিনি চান ভালো থাকুক শোভন ও স্বস্তিকা। তাদের সম্পর্কে হঠাৎ করে ইমনের নাম যুক্ত হওয়ায় অস্বস্তিতে এই জুটি। এই ব্যাপারে স্বস্তিকা বলেছেন, ‘ আমার আর শোভনের ব্যক্তিগত ব্যাপার এটা। এখানে নেই কোনও তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যক্তি।’

 

গায়ক শোভন গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার লিখেছেন, ‘নিজেকে ক্ষমা করে দাও, যে ভাবে নিজের প্রাক্তনকে বহু বার করেছ।’ এই পোস্টের কিছুক্ষণ পরেই যেন অদ্ভুতভাবে তার প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা দত্তের প্রোফাইল থেকে এর উত্তর উড়ে এলো। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। সেখানে দেখা যাচ্ছে ফাঁকা ঘরে তিনি ধ্যান করছেন। একটি টিশার্ট পড়ে রয়েছেন তিনি। তাতে লেখা, ‘ইউ সাক এনিওয়ে’ অর্থাৎ ‘যাই হোক না কেন, তুমি জঘন্য’।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর