বাংলাহান্ট ডেস্ক : বুধবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর গাড়িকে ঘিরে বিক্ষোভ, অবরোধ এবং গো ব্যাক স্লোগানের সঙ্গে দেখানো হয় কালো পতাকাও। আর তা নিয়েই রীতিমতো তোলপাড় রাজ্য। দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। এই ইস্যুতে ইতিমধ্যেই তুঙ্গে বিজেপি তৃণমূল বিবাদ। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিধায়ক শওকত মোল্লা। রীতিমতো দেশ স্তব্ধ করে দেওয়ার হুমকিও দিতে শোনা গেল এই তৃণমূল নেতাকে।
মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে ক্যানিং এ শনিবার মিছিল করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সেখানেই একাধিক বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘আমরা তীব্র ধিক্কার জানাই এই ধরনের নোংরামিকে। বিজেপির যে সমস্ত নেতা-নেত্রী রয়েছেন তাঁদের সতর্ক করে দিয়ে বলতে চাই ভবিষ্যতে যদি ভারতের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই রকম কোনও আক্রমণ হয় তাহলে আগামীদিনে গোটা দেশ স্তব্ধ করে দেব। তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নামবেন।
একই সঙ্গে বিজেপি এবং আইএসএফকেও এক হাত নেন তিনি। দুই দলকেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আগামি পঞ্চায়েত ভোট ভাঙড়ের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই তৃণমূলের দখলে আসবে।
শনিবার বিকেলে ভাঙড় কলেজ মাঠ থেকে ঘটকপুকুর অবধি মিছিল করে তৃণমূল। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শতকত মোল্লা, সহ আরও একাধিই স্থানীয় নেতৃত্ব। শতকত মোল্লার এহেন মন্তব্যের পর কার্যতই বিতর্কের ঝড় বিরোধী মহলে। দেশ স্তব্ধ করে দেওয়ার দাবিকে ঘিরে রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতিতেও।