এ কী কাণ্ড! শ্রদ্ধা কাপুরের বাড়িতে চুড়ি! জানুন বিস্তারিত

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) ছবি স্ত্রী হিট হয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। বর্তমানে এই ছবিটি ব্লকবাস্টার হওয়ার পথে। এই ছবির আয় সবাইকে অবাক করেছে। স্ত্রী ২-এর শুটিং চলাকালীন, শ্রদ্ধা কাপুরও (Shraddha Kapoor) অবাক হয়েছিলেন যখন তাঁর বাড়িতে ছুটি হয়েছিল। শ্রদ্ধা কাপুর এমনই এক গল্প অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। নিজেই একটি সাক্ষাৎকারের সময় এই কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র স্ত্রী ২ বর্তমানে সাফল্যের চূড়ায় রয়েছেন। এদিকে, অভিনেত্রী মিস মালিনী শোবিজ এই ছবির শুটিং সংক্রান্ত একটি মজার ঘটনা শেয়ার করেছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ছবিতে অভিনয় করার তাঁর অভিজ্ঞতার কথা বলার সময় শ্রদ্ধা কাপুরও এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি প্রকাশ করেন যে একদিন শুটিং চলাকালীন তার ঘরে দুটি হনুমান ঢুকেছিল।

Shraddha Kapoor

শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) চলচ্চিত্র স্ত্রী ২ বর্তমানে সাফল্যের চূড়ায় রয়েছেন

সেসময় অভিনেত্রী তাঁর প্রিয় খাবার ভাকরওয়াড়ি খাচ্ছিলেন। শ্রদ্ধার ঘরে যে হনুমান ঢুকেছিল তারা অভিনেত্রীর প্রিয় খাবার ভাকরওয়াড়িও চুরি করেছিল। চাইলেও কিছুই করতে পারেননি এই অভিনেত্রী। কথোপকথনের সময়, শ্রদ্ধা কাপুর হাসতে হাসতে বানরকে পেশাদার চোরের সাথে তুলনা করেছিলেন। তিনি বলেন, শুটিং চলাকালীন আমার সঙ্গে হনুমানের চোখে চোখে সংঘর্ষ হয়।’

প্রসঙ্গত ২০০ কোটির ব্যবসা ইতিমধ্যেই পার করেছে স্ত্রী ২। এখনও ভালোই চলছে সিনেমাটি। এই সিনেমাটি নিয়ে শ্রদ্ধা ও রাজকুমারের অনেকটাই আশা। জানা গিয়েছে খুব শীঘ্রই শ্যুটিং শুরু হতে চলেছে স্ত্রী ৩ ছবির। তবে, স্ত্রী ২ তে ইতিমধ্যেই ভেডিয়া অর্থাৎ বরুণের ক্যামিও দেখা গিয়েছেন এমতাবস্থায় দর্শকরা অপেক্ষায় রয়েছে এর তৃতীয় পার্টের।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর