বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রথম সারির নায়িকারা যখন গ্ল্যামার সর্বস্ব চরিত্রের পেছনে ছুটছেন, তখন একের পর এক ভিন্ন ধর্মী চরিত্র বাছাই করে ভিড়ের মধ্যে নজর কেড়ে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। এর আগে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার এক জঙ্গি নিধনকারী কাশ্মীরি তরুণীর চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে।
রুখসানা কউসর (Rukhsana Kausar), জঙ্গি নিধন করে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিল বছর কুড়ির কাশ্মীরি মেয়েটি। গোটা দেশের সাহসিকতার মুখ হয়ে উঠেছিল রুখসানা। এবার বড়পর্দায় উঠে আসবে তার কাহিনি। আর সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে।
ছবির নাম বা অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে এখনো জানা যায়নি। শ্রদ্ধার টিম বিষয়টা এখনো পর্দার আড়ালেই রেখেছেন। সূত্রের খবর বলছে, এই ছবির জন্য এমন একজন অভিনেত্রীকে দরকার ছিল যিনি ২০ বছর বয়সী কোনো মেয়ের চরিত্রে পর্দায় মানিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে শ্রদ্ধাকেই সঠিক বাছাই বলে মনে হয়েছে নির্মাতাদের।
এখন প্রশ্ন উঠছে, কে এই রুখসানা কউসর? বছর ২০ র কাশ্মীর নিবাসী এই তরুণী রাতারাতি চর্চায় উঠে এসেছিল জঙ্গি নিধন করে। ঘটনাটা ২০০৯ সালের সেপ্টেম্বর মাসের। এক রাতে তাদের বাড়িতে হানা দেয় লস্কর-এ-তৈবা গোষ্ঠীর একদল জঙ্গি। কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসেনি রুখসানা। সে এবং তার ভাই মিলে এক জঙ্গির একে ৪৭ রাইফেল কেড়ে নিয়ে গুলি করে মারে তাকে। জখম হয় আরেক জঙ্গি।
ওই ঘটনা সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছিল। অসীম সাহসিকতার জন্য বাস্তবের ‘হিরো’ হয়ে উঠেছিল রুখসানা। সেই সাহসী মেয়ের কাহিনিই এবার সেলুলয়েডের পর্দায়। এমন একটি ছবির জন্য সিনেপ্রেমীরা যে অপেক্ষা করে থাকবেন তা বলা বাহুল্য। অন্যদিকে শ্রদ্ধাকে আগামীতে আরো দুটি ছবিতে দেখা যাবে, ‘স্ত্রী ২’ এবং রণবীর কাপুরের সঙ্গে অন্য একটি প্রোজেক্টে।