শ্রদ্ধা হত্যাকাণ্ডে অবাক করা ঘটনা! আফতাবের জামিনের আবেদন নাকচ করলেন তাঁর আইনজীবীই! কিন্তু কেন?

বাংলা হান্ট ডেস্ক : শ্রদ্ধা ওয়াকার (Shraddha Murder Case) খুনের ঘটনায় আর এক নতুন মোড়। অভিযুক্ত আফতাব পুনাওয়ালার (Aftab Poonawala) জামিনের আবেদন করা হয় দিল্লি কোর্টে। কিন্তু এবার সেই আবেদন প্রত্যাহার আইনজীবীর। ভুল বোঝাবুঝির জেরেই আবেদন করা হয় বলে দাবি করেন অভিযুক্তের আইনজীবী। শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালার জামিনের আবেদন প্রত্যাহার করলেন স্বয়ং তাঁর আইনজীবীই।

গত ১৬ ডিসেম্বর জামিনের আবেদন করে দিল্লির সাকেত আদালতের দ্বারস্থ হয় মূল অভিযুক্ত। ভুল বোঝাবুঝিতেই জামিনের আবেদন করা হয়েছিল দাবি আদালতে দাবি করেন আফতাবের আইনজীবী। এরপর সেই আবেদন প্রত্যাহারও করে নেওয়া হয়। প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর জামিনের আবেদন জানিয়ে সাকেত আদালতের দ্বারস্থ হয়েছিলেন আফতাবের আইনজীবীরা। ২২ ডিসেম্বর জামিনের আবেদনের শুনানি হবে বলে জানায় আদালত। কথামতো আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল। যথা সময়ে শুরু হয় শুনানিও। কিন্তু সবাইকে অবাক করে শুনানির শুরুতেই আফতাবের জামিনের আবেদন প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবী এম এস খান।

   

প্রত্যাহারের কারণ হিসেবে আফতাবের আইনজীবী বলেন, জামিনের আবেদন নিয়ে একটা ভুলবোঝাবুঝি তৈরি হয়েছিল। তারপরই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। আইন বলছে, একবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর, ফের জামিনের আবেদনের মধ্যে একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। আফতাবের ক্ষেত্রে তার আগেই জামিনের আবেদন করা হয়। আর তা বুঝতে পেরেই, আবেদন প্রত্যাহার করা হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দিল্লির সাকেত আদালত আফতাবের জামিন নাকচ করে ১৪ দিনের বিচার বিভাগী হেফজতের নির্দেশ দেয়। আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে সেই মেয়াদ। বর্তমানে দিল্লির তিহার জেল শ্রদ্ধা ওয়াকার খুনে মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালার স্থায়ী ঠিকানা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর