সত্যিই কি ষষ্ঠীতেই কলকাতায় আসছেন মেসি? বড় আপডেট দিলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পুজোর সময় মেসি (Lionel Messi) নাকি কলকাতায় আসছেন। এমন একটা খবর গত কয়েকদিন ধরে রটে গিয়েছিল। কিছুদিন আগেই কলকাতা শহরে দেখা গিয়েছিল বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজকে। শহরে এসে বেশ কয়েকটি জায়গায় কিছু ইভেন্ট অ্যাটেন্ড করেছিলেন আর্জেন্টিনা সমর্থকদের প্রিয় দিবু। পুজো ও ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন মেসির আগমন যে বঙ্গবাসীকে একটা ফুটবল বিশ্বকাপের আবহ উপহার দিতো, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ধরে যে খবরটি ছড়িয়ে পড়েছিল সেটি আসলে মিথ্যা খবর। পুজোর সময় কলকাতায় মেসি আসছেন না। স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত নিশ্চিত করেছিলেন যে মেসি নন মেসির সতীর্থ দি মারিয়া অক্টোবরে আসছেন কলকাতায়। তারপরেও কেন এই মিথ্যা খবর রটেছিল সেই নিয়ে প্রশ্ন উঠছে।

   

messi hattrick

খবর রটেছিল যে ষষ্ঠীর দিন শ্রীভূমি স্পোর্টস ক্লাবে মেসি আসবেন এবং পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কিন্তু সুজিত বোস নিজে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে এই বিষয়টি ভূয়ো খবর বলে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এর আগে অনেক জনপ্রিয় বিদেশি ফুটবলার, নামকরা গায়ক গায়িকা অভিনেতারা তাদের ক্লাবে এলেও এই খবরটি সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন: জঘন্য রেফারিংও পারলো না আটকাতে! AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারতে আসছেন রোনাল্ডো?

এছাড়া সুজিত আরও জানিয়েছেন যে তারা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যেই তারা এফআইআর করে ব্যাপারটি সম্পর্কে পুলিশকে জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন। ভবিষ্যতে যাতে এমন খবর আর না রটে, সেই বিষয়টি নিশ্চিত করতে চান তারা।

আরও পড়ুন: দূরপাল্লার শটে বিশ্বমানের গোল! নতুন ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জিতলেন মেসি

তবে মেসি না এলেও তার সঙ্গী দি মারিয়া যে কলকাতায় আসছেন পূজোর সময় তা নিয়ে কোনও সন্দেহ নেই। শতদ্রু দত্তের উদ্যোগে এক বছরের মধ্যে ২ টাটকা বিশ্বকাপজয়ীকে কলকাতায় পা রাখতে দেখতে পাবে কলকাতাবাসী।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর