অ্যাই মুকুল যাহ! দেবাংশুর পুরোনো ভিডিও শেয়ার করে শ্রীলেখা বললেন ‘আইকন নয় কার্টুন’

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে অন্যতম স্টার প্রচারক ছিলেন দেবাংশু ভট্টাচার্য। তার লেখা ‘খেলা হবে’ স্লোগান রীতিমত বিখ্যাত হয়েছিল ভোটের বাজারে। যার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই তৃণমূলের অন্যতম স্টার প্রচারক হিসেবে বারবারই মাঠে-ময়দানে দেখা গেছে তাকে। আর সেখানে বিরোধীদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই নানা রকমের কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন তিনি।এরপর মুকুল রায় তৃণমূল ফেরার দিন থেকেই সমালোচনার ঝড় বইছে দেবাংশু ভট্টাচার্যের বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে। এর আগেও একটি পোস্টে দেবাংশু লিখেছিলেন মুকুল বিরোধী কথা। সরাসরি মুকুলের কথা উল্লেখ না করলেও তিনি লেখেন, যারা পাল্টি খাচ্ছে একুশের নির্বাচন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর তাদের যদি দলে নেওয়া হয় তাহলে তিনি আম আদমি পার্টি বা কংগ্রেসকে সমর্থন করবেন। স্বাভাবিকভাবেই মুকুল রায় দলে ফেরার পর ফের একবার নতুন করে ভাইরাল হয় পোস্টটি। বইতে শুরু করে মিমের বন্যা।

তার জবাব দিতে গিয়ে দেবাংশু বলেন, মুকুল রায়কে সেইভাবে বেইমান বলা যায় না কারণ তিনি ২০১৯ এর লোকসভার পর দলের ৩৪ থেকে ২২ হয়ে যাওয়া দেখে বিজেপিতে যাননি। কিন্তু এবার তার এই কথাটিকে তুলে ধরে ফের একবার আক্রমণও শানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। শুরু থেকেই বামপন্থী মানসিকতার অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা। স্পষ্ট ভাষায় যেকোনো রাজনৈতিক বিষয়ে নিজের মতামত রাখতেও দেখা গিয়েছে তাকে। এবার দেবাংশুরই একটি পুরনো ভিডিও শেয়ার করেন তিনি। যাতে দেখা যাচ্ছে, প্রচারে দেবাংশু বলছেন, ‘অ্যাই মুকুল যা’ “আরও জোরে ‘যা’ বলতে হবে যাতে ভিতর থেকে ঘৃণাটা বেরিয়ে আসে বেইমানদের প্রতি।”

IMG 20210613 223003

তার এই বক্তব্য শেয়ার করে এদিন অভিনেত্রী লেখেন, “ইয়ুথ আইকন নাকি কার্টুন ক্যারেক্টার তো পুরো।” স্বাভাবিকভাবেই তার এই কটাক্ষে রীতিমতো ফের একবার সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। জবাব দিয়েছেন দেবাংশুও। তিনি বলেন, শ্রীলেখা মিত্রের নামই নাকি ভুলে গিয়েছিলেন তিনি। ছোটবেলায় তাকে একবার নাগিন সেজে মাটিতে লুটিয়ে পড়ছে দেখেছিলেন। তারপর আর কিছু দেখেননি। শুধু তাই নয় জনপ্রিয় শো মিরাক্কেলের বিচারক হিসেবেও তার প্রতি কটাক্ষ ছুঁড়ে দেন দেবাংশু। সেখানে শ্রীলেখা নাকি শুধুমাত্র হাসির জন্যই টাকা পেতেন বলে দাবি করেন তিনি।

সব মিলিয়ে ফের একবার তাপ উত্তাপে সরগরম রাজ্য রাজনীতি। অনেকে এও বলেছেন, দেবাংশু বলেছিলেন দলবদলুরা ফের দলে ফিরলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের মাঝে শুয়ে থাকবেন তিনি নিজে। তাই এখন তিনি কোথায় এই প্রশ্নও উঠছে। রাজনীতিতে অনেক সময়ই স্ট্র্যাটিজি ঠিক করতে গিয়ে ধাক্কা খায় মতাদর্শ, দেবাংশুর ক্ষেত্রেও তাই হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর