সুখবর! মা হলেন শ্রেয়া ঘোষাল, আনন্দে ভাসলেন অনুরাগীরা

বাংলাহান্ট ডেস্ক: দুঃসময়ের মধ‍্যেও খুশির খবর। মা হওয়ার সুখবর দিলেন শ্রেয়া ঘোষাল (shreya ghoshal)। কোল জুড়ে ফুটফুটে পুত্রসন্তান (baby boy) এসেছে তাঁর। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি অনুরাগীদের। কঠিন পরিস্থিতিতে এমন খুশির খবরে আনন্দিত গায়িকার অসংখ‍্য ভক্তরা।

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শ্রেয়া লিখেছেন, ‘ঈশ্বর আমাদের পুত্রসন্তান উপহার দিয়েছেন। এমন অনুভূতি আগে কখনো হয়নি। শিলাদিত‍্য, আমি ও আমাদের পরিবার উচ্ছ্বসিত। আপনাদের আশীর্বাদ ও প্রার্থনার জন‍্য অনেক ধন‍্যবাদ।’ চার লক্ষের উপর লাইক পড়েছে এই পোস্টে।

Shreya Ghoshal 1
মার্চ মাসের শুরুতেই সুখবর দিয়েছিলেন শ্রেয়া। নিজের বেবি বাম্পে হাত দিয়ে একটি ছবি শেয়ার করেন শ্রেয়া। ভাবী সন্তানকে ‘শ্রেয়াদিত‍্য’ বলে সম্বোধন করে গায়িকা লেখেন, ‘শিলাদিত‍্য ও আমি এই খবরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে রোমাঞ্চিত। আমাদের জীবনের নতুন অধ‍্যায়ের প্রস্তুতির জন‍্য সকলের প্রার্থনা ও ভালোবাসা চাই।’

শ্রেয়াকে শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগী ও সতীর্থরা। কমেন্ট করেছেন শান্তনু মৈত্র, শঙ্কর মহাদেবন, বিশাল ডাডলানি, শেখর রভজিয়ানি, পাপন, শক্তি মোহন সহ আরো অনেকে। ছোটবেলার বন্ধু শিলাদিত‍্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন গায়িকা।

https://www.instagram.com/p/CPLCt-Ngx_M/?utm_medium=copy_link

অনলাইনেই সাধও খেয়েছেন শ্রেয়া। শ্রেয়ার কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী নিজেরা রেঁধে খাইয়েছেন গায়িকাকে। তবে সামনাসামনি বসে নয়, করোনার জন‍্য বান্ধবীদের ভিডিও কল করেই সাধ খেলেন শ্রেয়া। পাঁচ রকম ভাজা, বাসন্তী পোলাও, মাছ, মাংস, চাটনিতে ছিল এলাহি আয়োজন।

খাবারের থালার সামনে বসে ক‍্যামেরাবন্দি হয়েছেন শ্রেয়া। ক‍্যাপশনে বান্ধবীদের ধন‍্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘যখন বন্ধুরা দূরে থেকেও তোমাকে যত্ন করার সিদ্ধান্ত নেয়। অনলাইনে সারপ্রাইজ বেবি শাওয়ার আমার ‘বাওরিস’এর তরফে। সবাই কিছু না কিছু রান্না করেছে বা নিজে হাতে বানিয়েছে, একটা থালায় পাঠিয়েছে, অনেক মজা আর খেলা‌। কতটা ভাগ‍্যবতী আমি!! যদি সময়টা অন‍্য রকম হতো এবং কোনো লকডাউন বা কার্ফু না থাকত, আমার বান্ধবীদের খুব মিস করছি।’

Niranjana Nag

সম্পর্কিত খবর