মায়েরা সত‍্যিই দশভূজা, গান প্র‍্যাকটিসের ফাঁকে নেচে নেচে ছেলে ভোলাচ্ছেন শ্রেয়া, মিষ্টি ভিডিও ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তৈমুর, জেহ থেকে ইউভান। তারকা সন্তানদের জনপ্রিয়তা দুই ইন্ডাস্ট্রিতেই রয়েছে। তবে আরেকজন স্টার কিডের কথা যে না বললেই নয়। সে হল দেবযান মুখোপাধ‍্যায় (Devyaan Mukhopadhyaya)। গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) নয়নের মণি, একমাত্র রাজপুত্তুর। মায়ের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলের মারফত যেটুকু দেখা পাওয়া যায় তার তাতেই সব্বার মন জিতে নিয়েছে খুদে।

বড় বড় চোখ আর মিষ্টি হাসি দেখলে দেবযানকে আদর করতে মন চাইবেই। ছোট থেকেই মা শ্রেয়ার বেশ ন‍্যাওটা হয়েছে সে। অতি সম্প্রতি মায়ের জন্মদিনে কেক খেয়ে দুলে দুলে নাচতে দেখা গিয়েছিল তাকে। এবার ছেলেকে কোলে নিয়ে নিজেই নাচলেন শ্রেয়া।


আসলে মা হলেও কাজে বিরাম নেই শ্রেয়ার। বলিউডের সবথেকে জনপ্রিয় গায়িকা তিনি। একের পর এক ছবিতে গান গাইছেন। আর সেটা ছোট্ট ছেলেকে সামলেই। কীভাবে দুদিক সামলান শ্রেয়া? গায়িকার ফ‍্যানপেজের তরফে শেয়ার করা একটি ভিডিওতেই ফাঁস হল রহস‍্য।

ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে, গানের স্টুডিওতে রয়েছেন শ্রেয়া। আশেপাশে বাদ‍্যযন্ত্রের সামনে বসেও রয়েছেন কয়েকজন। সম্ভবত গানের অনুশীলনই চলছে। শ্রেয়ার কোলে কিন্তু ছেলে দেবযান। তাঁকে দুলিয়ে দুলিয়ে নিজেও নাচছেন শ্রেয়া। মায়ের কোলে শুয়ে দিব‍্যি ব‍্যাপারটা উপভোগ করছে খুদে দেবযান। ছেলে ভোলানোও হল, আবার গানের প্র‍্যাকটিসও হল। মা বলেই হয়তো এটা সম্ভব।


দুদিন আগেই ছিল শ্রেয়ার জন্মদিন। এদিন পাঁচ পাঁচটি কেকও আনা হয়েছিল বার্থডে গার্লের জন‍্য। তার মধ‍্যে থেকে ‘মাম্মা’ লেখা একটি কেক কেটেই জন্মদিন উদযাপন করেন শ্রেয়া। ছেলেকে কোলে নিয়ে কেক কেটে এক টুকরো তাকে খাইয়ে দেন গায়িকা। মিষ্টি ক্রিম কেকের স্বাদ পেতেই দুলে দুলে সে কী নাচ দেবযানের!

https://www.instagram.com/reel/CbDU-dvhkqB/?utm_medium=copy_link

ছেলের কাণ্ড দেখে হেসে কুটিপাটি শ্রেয়া। একে একে পরিবারের সব সদ‍স‍্যরাই দেবযানকে কেক খাওয়ান। ক‍্যাপশনে শ্রেয়া জানিয়েছেন, মা হওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। তাই দিনটা তাঁর কাছে খুব স্পেশ‍্যাল।

জন্মদিন শ্রেয়ার হলেও ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা আদরে ভরিয়ে দিয়েছেন ছোট্ট দেবযানকে। খুদের দুলে দুলে কেক খাওয়ার ভিডিও দেখে আপ্লুত শ্রেয়ার অনুরাগীরা। এটাই গায়িকার জন্মদিনে অনুরাগীদের জন‍্য সবথেকে সুন্দর উপহার বলে জানিয়েছেন নেটিজেনরা।

X