এক একটি গান থেকেই লক্ষাধিক আয়, শ্রেয়া নাকি স্বামী শিলাদিত্য, কে বেশি ধনী জানেন?

বাংলাহান্ট ডেস্ক : জাতীয় তথা আন্তর্জাতিক সঙ্গীত জগতে বাঙালির নাম উজ্জ্বল করে চলেছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তাঁর গান যে একবার শুনেছে তার হৃদয়ে চিরতরে জায়গা করে নিয়েছেন শ্রেয়া। তাঁর সুমধুর কণ্ঠ যেকোনো বয়সের শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে দিতে সক্ষম। লম্বা মিউজিক কেরিয়ারে অসংখ্য গান গেয়েছেন তিনি। শ্রেয়ার (Shreya Ghoshal) বিশেষত্ব হল, তাঁর এই সুদীর্ঘ গানের তালিকায় সম্ভবত একটিও গান নেই যেটা হিট হয়নি।

বলিউডের সুদক্ষ গায়িকা শ্রেয়া (Shreya Ghoshal)

বর্তমানে যেকোনো ছবি মুক্তি পেলেই তাতে শ্রেয়ার অন্তত একটি গান থাকবেই। রাগাশ্রয়ী থেকে রোম্যান্টিক, কিংবা দুষ্টু মিষ্টি আইটেম সং, শ্রেয়ার (Shreya Ghoshal) কণ্ঠের জাদু ছড়িয়ে পড়ে প্রতিটি গানেই। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চেও জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তাঁর গানের ভক্ত তো সকলেই। কিন্তু কত সম্পত্তির মালকিন শ্রেয়া, তা কি জানেন?

Shreya ghoshal or her husband who is more rich

কীভাবে উত্থান হয় গায়িকার: একটি মিউজিক রিয়েলিটি শো থেকেই তাঁর প্রতিভার সঙ্গে পরিচিত হন সকলে। সেখান থেকেই নিজের প্রথম প্লেব্যাকও পান শ্রেয়া (Shreya Ghoshal)। স্বয়ং পরিচালক সঞ্জয় লীলা বনশালি তাঁর ছবি ‘দেবদাস’এ শ্রেয়াকে দিয়ে গান গাওয়ান। তারপর থেকে অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। শুধু হিন্দি বা বাংলা নয়, বিভিন্ন ভাষায় শ্রেয়ার গাওয়া গান সুপারহিট হয়েছে।

আরো পড়ুন : ‘মায়ের অনুপস্থিতিতে বাবার সঙ্গে…’, লাগাতার কুৎসায় সৎ মেয়ের বিরুদ্ধে বিষ্ফোরক পদক্ষেপ রূপালির

শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ কত: বর্তমানে বলিউডের টপ গায়িকাদের মধ্যে একজন শ্রেয়া (Shreya Ghoshal)। শোনা যায়, এক একটি গানের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা নেন তিনি। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কনসার্টও করেন শ্রেয়া (Shreya Ghoshal)। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৮০-১৮৫ কোটি টাকা।

আরো পড়ুন : বুকের উপরে একটুকরো পাতলা কাপড়, উন্মুক্ত বেবিবাম্প, গর্ভাবস্থার এ কেমন ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী!

তবে শ্রেয়ার স্বামী শিলাদিত্যও কিন্তু কোনো অংশে কম যান না তাঁর থেকে। জানিয়ে রাখি, Truecaller এর একজন উচ্চপদস্থ আধিকারিক শ্রেয়ার স্বামী। ২০২২ সালে ট্রুকলার ফর বিজনেস এর গ্লোবাল হেড নিযুক্ত হন তিনি। স্ত্রী শ্রেয়ার থেকে কোনো ভাবেই পিছিয়ে নেই তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর