মিষ্টি সুরে অনবদ‍্য হিন্দি গান, ফের একবার নেটজনতাকে মুগ্ধ করল শ্রেয়ার গানের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউড গায়িকাদের মধ‍্যে মিষ্টি গলার অধিকারিণীদের তালিকায় অবধারিত ভাবে প্রথম দিকেই নাম থাকবে শ্রেয়া ঘোষালের (Shreya ghoshal)। এই বঙ্গকন‍্যার মধুর কণ্ঠস্বরের ভক্ত সবাই। মিষ্টি গলার পাশপাশি তাঁর ব্যবহারও তেমনই মিষ্টি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। নিজের ও পরিবারের ছবি ছাড়াও প্রায়ই তাঁর গানের ভিডিয়োও শেয়ার করেন শ্রেয়া। ফের একবার এমনই এক গানের ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে গায়িকার। শ্রেয়া ঘোষালের ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও।
যদিও এই ভিডিওটি কয়েক মাস পুরনো। কিন্তু সম্প্রতি তা ফের ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ‘কৃষ্ণা কটেজ’ ছবির ‘বেপনহা পেয়ার হ‍্যায় আজা’ গানটি গেয়ে শুনিয়েছেন শ্রেয়া। বলা বাহুল্য ভিডিওটি পোস্ট করতে না করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। নেটিজেনরা ধন‍্য ধন‍্য করছেন শ্রেয়ার গায়কীর।

Shreya Ghoshal 1
বলিউডে প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। রিয়েলিটি শো থেকে তাঁর যাত্রা শুরু। তারপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট গান তিনি উপহার দিয়ে গিয়েছেন সঙ্গীত প্রিয় মানুষদের।
বলিউডে শ্রেয়ার প্রথম গান, দেবদাস ছবির ‘ডোলা রে’ এবং বৈরি পিয়া। দুটো গানই তুমুল হিট হয়। দেবদাস ছবিতে শ্রেয়ার সুযোগ পাওয়ার পেছনে রয়েছে এক মজার কাহিনি। পরিচালক সঞ্জয় লীলা বনশালির মা সারেগামাপা দেখতেন। সেখানে শ্রেয়ার গান শুনে তিনি পরিচালককে ফোন করে জানান, তাঁর গলা হুবহু লতা মঙ্গেশকরের মতো।

https://www.instagram.com/p/CDF9cspJQxv/?igshid=155db16y6fuvl

শ্রেয়ার গান বাস্তবিকই খুব পছন্দ হয়েছিল বনশালির মায়ের। এরপর জিসম ছবিতেও ‘জাদু হ‍্যায় নশা’ গানটি শোনা গিয়েছিল শ্রেয়ার কণ্ঠে।

Niranjana Nag

সম্পর্কিত খবর