‘একদম রসগোল্লা’! ছয় মাসের জন্মদিনে ছেলে দেবযানের মন ভালো করা ছবি উপহার শ্রেয়ার

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের প্রথম দিনেই মন ভালো করা উপহার দিলেন শ্রেয়া ঘোষাল (shreya ghoshal)। একরত্তি ছেলে দেবযানের (devyaan) প্রথম ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করলেন বাঙালি গায়িকা। এতদিন অবশ‍্য টুকটাক অনেক ছবিই শেয়ার করেছেন ছেলের। কিন্তু খুদে রাজপুত্তুরের মুখ লুকিয়েই রেখেছিলেন। এদিন অনুরাগীদের সেই অভিমানও দূর করে দিলেন শ্রেয়া।

মায়ের কোলে চেপে লেন্সের দিকে তাকিয়ে পোজ দিয়েছে দেবযান। এক মাথা চুল, ডাগর চোখ আর মুখে একগাল হাসি, ছোট্ট দেবযানকে দেখে আদর করার ইচ্ছে হবেই হবে। মায়ের সঙ্গে চোখমুখের অনেকটাই মিল ছেলের। একরত্তির আনন্দ দেখে শ্রেয়ার মুখেও হাসি। আসলে এদিন ছয় মাস পূর্ণ করে ফেলেছে ছোট্ট দেবযান। সেই উপলক্ষেই অনুরাগীদের জন‍্য বিশেষ উপহার গায়িকার।

IMG 20211122 125354
ছোট্ট দেবযান তো এখনো কথা বলতে পারে না, তাই তার হয়ে শ্রেয়াই ক‍্যাপশনে লিখেছেন, ‘আমি দেবযান, আজ আমার ৬ মাস বয়স হল। এখন আমি ব‍্যস্ত আছি চারপাশের জগৎটাকে চিনতে, প্রিয় গান শুনতে, অনেক রকম ছবিওয়ালা বই পড়তে, বোকা বোকা জোক শুনে জোরে হেসে উঠতে আর মায়ের সঙ্গে গভীর আলোচনা করতে, মা আমায় ঠিক বুঝতে পারে। সবাইকে অনেক ধন‍্যবাদ আমাকে ভালবাসা ও আশীর্বাদ পাঠানোর জন‍্য।’

https://www.instagram.com/p/CWj8DsHK4jl/?utm_medium=copy_link

কমেন্ট বক্স উপচে পড়েছে নেটিজেনদের ভালবাসায়। শুভেচ্ছা পাঠিয়েছেন মন্দিরা বেদী, সোফি চৌধুরী, মিথিলা পালকর, হর্ষদীপ কউর, কৌশিকী চক্রবর্তী, সুনিধি চৌহান, শক্তি মোহন, সেলিম মার্চেন্টের মতো তারকারা। অনেকেই লিখেছেন, দেবযানকে একেবারে মা শ্রেয়ার মতোই দেখতে হয়েছে। একজন লিখেছেন, ‘একদম রসগোল্লা!’ আরেকজন লিখেছেন, ‘মিষ্টিটা, নজর না লাগে।’

https://www.instagram.com/p/CTNH3h5KM3v/?utm_medium=copy_link

বিয়ের ৬ বছর পর মা হলেন শ্রেয়া। গত ২২ মে তাঁর কোল জুড়ে এসেছে পুত্রসন্তান‍। সন্তান জন্মের পরেই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন গায়িকা। মা হওয়ার ১১ দিনের মাথায় ছেলের প্রথম ছবি ও নামও প্রকাশ‍্যে এনেছেন তিনি।

https://www.instagram.com/p/CST7_ypKony/?utm_medium=copy_link

ক‍্যাপশনে শ্রেয়া লেখেন, ‘২২ মে ও এলো আর আমাদের জীবনটা চিরদিনের জন‍্য বদলে দিল। জন্মের পরেই ওর প্রথম চাউনিতেই আমাদের হৃদয়ে এত ভালবাসা ভরে দিয়েছিল যা শুধুমাত্র একজন মা ও বাবাই বুঝতে পারে। এখনো স্বপ্ন মনে হয়। আমি ও শিলাদিত‍্য কৃতজ্ঞ এই উপহারের জন‍্য।’

Niranjana Nag

সম্পর্কিত খবর